বিজ্ঞাপন

সত্য ঘটনার ‘আলাদিনের ফ্ল্যাট’

June 29, 2020 | 9:00 pm

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

সত্য ঘটনা অবলম্বনে ‘আলাদিনের ফ্ল্যাট’ নির্মাণ করেছেন সহীদ উন নবী। নাটকটি রচনা করেছেন আবীর ফেরদৌস।

বিজ্ঞাপন

‘আলাদিনের ফ্ল্যাট’-এ অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, মিম মানতাশা, তারেক স্বপন ও সহীদ উন নবী। এটি এ করোনাকালে গুলশানের একটি ফ্ল্যাটে ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে।

নির্মাতা নবী বলেন, ‘করোনাভাইরাস আমাদের কারও কাছে আতঙ্কের, আবার কারও জন্য বেঁচে থাকার লড়াই। কিছু মজার বিষয়ের মাধ্যমে আমরা করোনাকালে জীবনযুদ্ধে টিকে থাকার লড়াই দেখাবো।’

বাংলাদেশে কফি ব্যবসার সঙ্গে জড়িত এক আমেরিকান নাগরিক গুলশান এভিনিউয়ের ৮৯ নাম্বার সড়কে থাকতেন। করোনাকালে তিনি নিজ দেশে ফিরে যান। ফাঁকা বাসায় এক চোর ঢুকে পড়ে। বাসার ভিতরের সাজসজ্জা ও সুযোগ-সুবিধা দেখে চোর সেখানে থেকে যায়। টানা তিন দিন থাকে। এক সময় সে ধরা পড়ে।

বিজ্ঞাপন

এমনই গল্পে নির্মিত হয়েছে ‘আলাদিনের ফ্ল্যাট’। সামনের ঈদে চ্যানেল আইয়ের পর্দায় নাটকটি দেখানো হবে।

সারাবাংলা/এজেডএস/

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন