বিজ্ঞাপন

খালেদা জিয়ার মুক্তি চাইলে আইনজীবী পাল্টান : স্বাস্থ্যমন্ত্রী

March 6, 2018 | 6:45 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: আইনজীবী পরিবর্তন না করলে হয়তো বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন না। কারণ তার আইনজীবী বলেছেন, বেগম খালেদা জিয়া কারাগারে থাকায় প্রত্যেকদিন বিএনপির ১০ লাখ করে ভোট বৃদ্ধি পাচ্ছে, বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার (৬ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপউপাচার্য অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপনের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ফাঁকা মাঠে খেলতে চায় না। বাংলাদেশ আওয়ামী লীগ চায়, আগামী জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করুক। আশাকরি, বিএনপি মাঠ ছেড়ে যাবে না।’

বিজ্ঞাপন

প্রয়াত অধ্যাপক জাকারিয়া স্বপনের স্মৃতিচারণ করে তিনি বলেন,  ‘জাকারিয়া স্বপন ছিলেন উদ্যমী চিকিৎসক নেতা। এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তিনি আজীবন কাজ করেছেন, পরিশ্রম করেছেন।’

অপরদিকে, অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন,  ‘এতিমের টাকা চুরি করে দুর্নীতির দায়ে বেগম খালেদা জিয়া কারাবাস করায় নাকি বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এ থেকেই প্রমাণিত হয়, সরকার নয়, বরং বিএনপির শীর্ষ নেতারাই বেগম খালেদা জিয়ার মুক্তি চাচ্ছেন না।’

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোয়িশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ-এর সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলানসহ অন্য ব্যক্তরা বলেন, অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপনের ছিলো অসম্ভব ধরণের প্রাণশক্তি। তিনি ছিলেন দৃঢ় চেতা ও প্রতিজ্ঞাবদ্ধ। তিনি ছিলেন সহজ সরল মনের অধিকারী আবার প্রয়োজনে বজ্র কঠিনও হতে পারতেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএ/এমআই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন