বিজ্ঞাপন

‘পূর্ব রাজাবাজারে লকডাউন শেষ হলেও রেড জোন বহাল থাকবে’

July 1, 2020 | 12:14 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রেডজোন চিহ্নিত রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় ২১ দিনের লকডাউন শেষ হয়েছে ৩০ জুন মধ্যরাতে। কিন্তু এলাকাটিতে সংক্রমণের হার কমলেও এখনও রেডজোন থেকে ইয়েলো জোনে পৌঁছানোর মতো অবস্থা হয়নি বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১১টায় পূর্ব রাজাবাজার এলাকায় লকডাউন কার্যকরের বিষয়ে ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এ তথ্য জানান মেয়র আতিক।

লকডাউন বাস্তবায়ণের অবস্থা পর্যালোচনা করে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘গত ৯ জুন দিবাগত রাত ১২টার পর থেকে পূর্ব রাজাবাজার এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জোনিং কার্যক্রম বাস্তবায়নের ফেইজ-১ শুরু হয়। গত তিন সপ্তাহ পরে আমাদের অভিজ্ঞতা এখানে ভালো। জোনিং কার্যক্রম বাস্তবায়নের পর থেকে এই এলাকায় সংক্রমণের হার কমেছে। তবে সংখ্যার দিক দিয়ে আমরা এখনও সেই অবস্থানে পৌঁছাইনি, যেখান থেকে এই এলাকায় রেড জোন হতে ইয়েলো জোনের দিকে নিয়ে যেতে পারি।’

তিনি বলেন, ‘এটি ছিল আমাদের পরীক্ষামূলক কার্যক্রম। আমরা দেখেছি দীর্ঘদিন কোনো এলাকার মানুষের জীবিকা বন্ধ রেখে জীবন রক্ষা করা কঠিন। তাই জীবন ও জীবিকার মধ্যে ভারসাম্য রক্ষা করার স্বার্থে কিছু বিষয় পরিবর্তন আনা দরকার, যা আগামী চতুর্থ সপ্তাহ থেকে বাস্তবায়ন করা যেতে পারে।’

বিজ্ঞাপন

পূর্ব রাজাবাজারের বাসিন্দাদের উদ্দেশ্য মেয়র বলেন, ‘যেহেতু লকডাউন শেষ হচ্ছে। তাই এলাকায় সামাজিক দূরত্ব মানার স্বার্থে প্রতিটি দোকানের সামনে বেষ্টনীর ব্যবস্থা রেখে ক্রেতা ও বিক্রেতা উভয়কে মাস্ক পরিধান করে কেনাকাটা করতে হবে। কখনই ভিড় না করে কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রেখে স্থানীয় দোকানপাট খোলা যাবে। ভ্রাম্যমাণ মুদি দোকান চালু না রাখলেই ভালো। মসজিদ-মন্দিরসহ সকল ধর্মীয় উপাসনালয়ে সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে। পূর্ব রাজাবাজার এলাকায় পুনঃসংক্রমণরোধে বহিরাগতদের অবাধ প্রবেশ নিরুৎসাহিত করা হবে।’

তিনি আরও বলেন, ‘যে সমস্ত ভবনে কোভিড-১৯ পজিটিভ রোগী আছে তা লকডাউন থাকবে। শুধুমাত্র পূর্ব রাজাবাজারবাসীর সুবিধার্থে নমুনা সংগ্রহের বুথ আগের মতোই খোলা থাকবে। করোনার লক্ষণ কিংবা উপসর্গ আছে এমন সন্দেহভাজন কোভিড-১৯ রোগীর নমুনা সংগ্রহ করা হবে।’

মেয়র বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে, জোনিং কার্যক্রম বাস্তবায়নের ফলে এই এলাকার পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। কিন্তু উল্লেখিত নির্দেশনাগুলো না মানলে পরিস্থিতি আগের মতো আরও খারাপ হতে পারে। তাই সবাই বাসায় থাকবেন, অত্যাবশ্যকীয় না হলে কেউ বাসা থেকে বের হবেন না। মাস্ক ছাড়া কেউ বাসা হতে বের হবেন না এবং সঠিক নিয়ম যেমন- নাকমুখ ঢেকে মাস্ক পরিধান করতে হবে। বাসার বাইরে সবসময় সামাজিক দূরত্ব মেনে চলুন। কমপক্ষে ৩ ফুট তবে ৬ ফুট দূরত্ব মেনে চলা বেশি ভালো। সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধুতে হবে। কোনো কারণে সাবান না থাকলে হ্যান্ডস্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত রাখতে হবে।’

বিজ্ঞাপন

ভিডিও বার্তায় করোনা সংক্রমণরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান মেয়র।

সারাবাংলা/এসএইচ/পিটিএম

Tags: , , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন