বিজ্ঞাপন

বন্যা দুর্গতদের সহায়তায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জিএম কাদেরের

July 1, 2020 | 1:26 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: করোনার পাশাপাশি বন্যা দুর্গতদের সহায়তায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। বুধবার (১ জুলাই) এক ভিডিও বার্তায় জাপা চেয়ারম্যান সরকারের প্রতি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘করোনা ভাইরাসের কারণে দেশবাসী এমনিতেই পর্যদুস্ত। ভয়-ভীতি ও অর্থনৈতিক মন্দায় সবাই অস্থির। এমন সময় নতুনভাবে আরও একটি সমস্যার উদ্ভব হচ্ছে আমাদের সামনে। উত্তরবঙ্গের সবগুলো নদ-নদীর পানি বাড়ছে। একারণে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, ডুবে যাচ্ছে চরাঞ্চল। গরিব মানুষগুলো নানা কষ্টের সম্মুখীন হচ্ছে। পানিবন্দি মানুষের মাঝে খাদ্য ও চিকিৎসার অভাব দেখা দিয়েছে। মাথা গোজার ঠাঁইয়ের জন্য ছোটাছুটি করছে তারা।’

জিএম কাদের বলেন, ‘করোনার কারণে আমরা পানিবন্দি দুর্গত মানুষদের দূরে সরিয়ে রাখতে পারি না। উত্তরাঞ্চলের পানিবন্দি মানুষের জন্য আমাদের চিন্তা করতে হবে।’

তিনি বলেন, সরকার যেনো পানি বন্দি মানুষের পাঁশে দাড়ায় এবং যথাযথ সাহায্য সহযোগিতা করে। এই মুহূর্তে দুর্গত মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। দেশের বিত্তবান এবং রাজনৈতিক দলও যেন তাদের পাশে দাঁড়ায়।’

বিজ্ঞাপন

জাতীয় পার্টির নেতাকর্মীদের নির্দেশ দিয়ে গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘দুর্গতদের সাহায্য করুন, পানিবন্দি মানুষের জীবন বাঁচান এবং তাদের স্বস্তি দিন।’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন