বিজ্ঞাপন

বিহারে বজ্রপাত: ফের ১১ জনের মৃত্যু

July 1, 2020 | 10:39 pm

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যে বজ্রপাতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এক সপ্তাহে ওই রাজ্যে বজ্রপাতে মোট ৯৪ জনের মৃত্যু হলো।

বিজ্ঞাপন

রাজ্য প্রশাসনের কর্মকর্তাদের বরাতে বুধবার (১ জুলাই) এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।

এর আগে, জুনের ২৫ তারিখে ভারতের বিহার ও উত্তর প্রদেশে বজ্রপাতে একদিনেই শতাধিক প্রাণহানি ঘটেছিল।

এদিকে, বিহারের একজন সরকারি মুখপাত্র পিটিআইকে জানিয়েছেন, ২৪ ঘণ্টায় রাজ্যের সরন এলাকায় চারজন, পাটনা ও নাওদা এলাকায় দুইজন করে এবং লক্ষসারি ও জামুইয়ে একজন করে মোট ১১ জনের বজ্রপাতে মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বজ্রপাতে মৃতদের পরিবারের জন্য পাঁচ হাজার ২৯৪ মার্কিন ডলার সহায়তা দেওয়া হবে।

এছাড়াও, এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ এবং মৃতদের পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী ও রাজ্যের মন্ত্রিপরিষদ।

প্রসঙ্গত, ২০০৫ সালের পর প্রতি বছর ভারতে অন্তত দুই হাজার মানুষ বজ্রপাতে মারা গেছে। ২০১৮ সালে দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে মাত্র ১৩ ঘন্টায় ৩৬ হাজার ৭৮৯টি বজ্রপাতের ঘটনা ঘটেছিল।

ভারতে একদিনে বজ্রাঘাতে শতাধিক মৃত্যু

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন