বিজ্ঞাপন

শতাব্দী সেরা ক্রিকেটারদের তালিকায় সাকিব দুই নম্বরে

July 3, 2020 | 12:58 pm

স্পোর্টস ডেস্ক

বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেন ক্রিকেট মান্থলির নির্বাচনে ওয়ানডেতে শতাব্দীর দ্বিতীয় সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সেরা বিজ্ঞাপন সাকিব আল হাসান। টেস্টে সাকিবের নাম আছে ছয় নম্বরে।

বিজ্ঞাপন

ক্রিকেট পরিসংখ্যান বিশ্লেষক সংস্থা ক্রিকভিজের সঙ্গে যৌথ গবেষণায় একুশ শতাব্দীর ২০ বছর যেতেই ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ বা এমভিপি নির্বাচন করেছে উইজডেন মান্থলি। এই নির্বাচনে কোন খেলোয়াড় ম্যাচে কতোটা অবদান রেখেছেন তা মূল্যায়ন করা হয়েছে। মূলত এই সময়ে ম্যাচে সবচেয়ে বেশি প্রভাব খাটাতে পারা খেলোয়াড়দের তালিকা করতে চেয়েছে উইজডেন ক্রিকেট মান্থলি।

ওয়ানডেতে সাকিবের উপরে আছেন ইংল্যান্ডের সাবেক তারকা অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি জায়গা পেয়েছেন ছয় নম্বরে। টেস্ট ও টি-টোয়েন্টির তালিকায় বর্তমান সেরা ব্যাটসম্যান কোহলির নাম নেই। টেস্টে সবার উপরে আছে শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের নাম। তারপর ভারতের রবীন্দ্র জাদেজা, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, গ্লেন ম্যাকগ্রা ও দক্ষিণ আফ্রিকার শন পোলক।

টি-টোয়েন্টির তালিকায় সাকিব আল হাসানের নাম নেই। টি-টোয়েন্টিতে সবার ওপরে আছে আফগানিস্তানের রশিদ খানের নাম। তারপর ভারতের জাসপ্রিত বুমরাহ ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়র্নার।

বিজ্ঞাপন

উইজডেনের নির্বাচনে টেস্টের সেরা ১০ (পয়েন্টসহ):

১) মুত্তিয়া মুরালিধরন, শ্রীলঙ্কা, ৯৭.৫*
২) রবীন্দ্র জাদেজা, ভারত, ৯৭.৩
৩) স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়া, ৯১.৭
৪) গ্লেন ম্যাকগ্রা, অস্ট্রেলিয়া, ৮৯.৬
৫) শন পোলক, দক্ষিণ আফ্রিকা, ৮৪.৯
৬) সাকিব আল হাসান, বাংলাদেশ, ৮৪.২
৭) জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকা, ৮৩.৯
৮) রবিচন্দ্রন অশ্বিন, ভারত, ৮৩.৯
৯) প্যাট কমিন্স, অস্ট্রেলিয়া, ৮৩.৩
১০) শেন ওয়ার্ন, অস্ট্রেলিয়া, ৮১.০২

ওয়ানডের সেরা ১০

বিজ্ঞাপন

১-অ্যান্ড্রু ফ্লিনটফ, ইংল্যান্ড, ২১.৩
২-সাকিব আল হাসান, বাংলাদেশ, ২০.৮
৩-গ্লেন ম্যাকগ্রা, অস্ট্রেলিয়া, ২০.৬
৪-এবি ডি ভিলিয়ার্স, দক্ষিণ আফ্রিকা, ২০.৪
৫-কেন উইলিয়ামস, নিউজিল্যান্ড, ১৯.১
৬-বিরাট কোহলি, ভারত, ১৮.৯
৭-শন পোলক, দক্ষিণ আফ্রিকা, ১৭.১
৮-হাশিম আমলা, দক্ষিণ আফ্রিকা, ১৭.১
৯-নাথান ব্র্যাকেন, অস্ট্রেলিয়া, ১৭.০
১০-জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকা, ১৬.৯

টি-টোয়েন্টির সেরা ১০

১-রশিদ খান, আফগানিস্তান, ৭.১
২-যশপ্রীত বুমরা, ভারত, ৬.৭
৩-ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়া, ৬.২
৪-সুনীল নারাইন, ওয়েস্ট ইন্ডিজ, ৬.২
৫-এবি ডি ভিলিয়ার্স, দক্ষিণ আফ্রিকা, ৫.৭
৬-ক্রিস গেইল, ওয়েস্ট ইন্ডিজ, ৫.৬
৭-এভিন লুইস, ওয়েস্ট ইন্ডিজ, ৫.৫
৮-লাসিথ মালিঙ্গা, শ্রীলঙ্কা, ৫.২
৯-ওয়াহাব রিয়াজ, পাকিস্তান, ৫.০
১০-কুইন্টন ডি কক, দক্ষিণ আফ্রিকা, ৫.০

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন