বিজ্ঞাপন

ভাঙ্গা হচ্ছে এফডিসির দুটি ফ্লোর, নির্মিত হবে ‘বিএফডিসি ভবন’

July 8, 2020 | 2:48 pm

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

২০১৩-১৪ সালের দিকে তৎকালীন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছিলেন এফডিসিতে নির্মিত হবে ‘বিএফডিসি ভবন’। এফডিসিকে আধুনিকায়নের ও স্বাবলম্বী করার অংশ হিসেবে এটি করা হবে। মাঝে অনেকে ধরেই নিয়েছিলো এটি আর হবে না। নানান জটিলতায় অবশেষে ভবন নির্মাণের অংশ হিসেবে ৩ ও ৪ নং শুটিং ফ্লোর ভাঙ্গার কাজ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

‘এফডিসি ভবন’ প্রকল্পের সহকারী পরিচালক আইয়ুব আলী জানিয়েছেন, গত ৫ জুলাই থেকে এ ভাঙ্গার কাজ শুরু হয়েছে। এখানে ১২ তলা ভবন নির্মিত হবে। যেখানে থাকবে সিনেমা হল, শুটিং ফ্লোর, সুইমিংপুল, আবাসিক হোটেল, স্টুডিওসহ আধুনিক সুযোগ সুবিধা।

দুটি ফ্লোর বন্ধ হয়ে গেলে পরিচালকদের সমস্যা হবে না বলেও জানিয়েছেন আইয়ুব আলী। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে অনেক আগে থেকেই শুটিং করা যাচ্ছে। ওখানে চাইলেই পরিচালকরা তাদের ছবির শুটিং করতে পারবেন।’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কবিরপুরে বঙ্গবন্ধু ফিল্ম সিটি অবস্থিত। ৩০০ কোটি টাকা ব্যয়ে ফিল্ম সিটির উন্নয়ন প্রকল্প চলছে। ২০২১ সালে সেটি শেষ হবার কথা।

বিজ্ঞাপন

অন্যদিকে ২০১৮ সালের ৩ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে বিএফডিসি ভবন নির্মাণে ৩২২ কোটি ৭০ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের আয়তন ৯৮ কাঠা। ২০২১ সালের মধ্যে প্রকল্প শেষ হওয়ার কথা। যদিও প্রকল্প কর্মকর্তারা এ সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব নয় বলে জানিয়েছেন।

প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়া ডেস্টারাস কনসাল্টিং ফার্ম ‘এফডিসি ভবন’র নকশা প্রস্তুত করেছে। করোনাভাইরাসের কারণে ভবন নকশা অনুমোদনে দেরি হচ্ছে বলে জানা গেছে। নকশা অনুমোদন হলেই মূল ভবন নির্মাণের কাজ শুরু হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস/

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন