বিজ্ঞাপন

‘যেখানে-সেখানে হাটবাজার বসতে দেওয়া হবে না’

July 8, 2020 | 8:30 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: স্বাভাবিক সময়ের মতো এবার যেখানে-সেখানে হাটবাজার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেছেন, রেল লাইনের পাশেও কোরবানীর হাট বসতে দেওয়া হবে না।

বিজ্ঞাপন

বুধবার (৮ জুলাই) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বিসিএস-৮৫ ফোরামের পক্ষ থেকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম- বিএসআরএফ এর সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করতে গিয়ে তিনি এ সব কথা বলেন।

সচিব আরও বলেন, ‘যেসব গরুর হাট বসবে সেখানে স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক, হ্যান্ডগ্লাভস্ পরতে হবে। হাটের সামনে সাবান পানির ব্যবস্থা থাকবে। দূরত্ব বজায় রেখে ক্রেতা বিক্রেতারা কেনা বেচা করবেন। এভাবে একটা সিস্টেম দাঁড় করানোর চেষ্টা করছি আমরা। তিনি আরো বলেন, আমরা এবার অনলাইনে পশু কেনা বেচার জন্য বেশি উৎসাহিত করছি।’

হেলালুদ্দীন আহমদ আরও বলেন, ‘গরু জবাইয়ের ক্ষেত্রে সিটি করপোরেশনের নির্দিষ্ট এলাকায় গরু জবাই হয়। সিটি করপোরেশন এবার দায়িত্ব নিয়ে জবাইয়ের পর তা মালিকের বাড়ি পৌঁছে দেবে। এখানে স্বশরীরে কাউকে আসতে হবে না। এ কাজের জন্য পারিশ্রমিক দিতে হবে। জানান, এগুলো আমাদের প্রাথমিক সিদ্ধান্ত। স্বরাষ্ট্র, মৎস্য ও প্রাণিসম্পদ, সড়ক পরিবহন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এ বিষয়ে সভা করবে। পরে আন্তঃমন্ত্রণালয় সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে এ বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হবে।’

বিজ্ঞাপন

এর আগে গণমাধ্যম কেন্দ্রে বিসিএস-৮৫ ফোরামের সভাপতি ও সাবেক সচিব মো. মোশাররফ হোসেন এব সহ-সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এ সুরক্ষা সামগ্রী তুলে দেন বিএসআরএফ এর সভাপতি তপন বিশ্বাস এবং সাধারণ সম্পাদক শামীম আহমেদ এর হাতে।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘সাংবাদিকরা ঝুঁকি নিয়ে কাজ করে। তাদের স্বাস্থ্যের নিরাপত্তার জন্য বিসিএস-৮৫ ফোরামের পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী দেওয়া হলো।’

সদস্যদের জন্য সুরক্ষা সামগ্রী দেওয়ায় বিসিএস-৮৫ ফোরামকে বিএসআরএফ সভাপতি ও সাধারণ সম্পাদক ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন