বিজ্ঞাপন

বিএসএমএমইউ’র প্রথম নারী উপ-উপাচার্য সাহানা আখতার রহমান

March 7, 2018 | 2:27 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রথম নারী উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অধ্যাপক ডা. সাহানা শূন্য পদে নতুন উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেলেন।

নিয়োগ পাওয়ার একদিন পরে বুধবার (৭ মার্চ) তার নতুন দায়িত্ব বুঝে নিয়ে কাজে যোগ দিয়েছেন সাহানা।

গতকাল ৬ মার্চ রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তিন বছরের জন্য তাকে নিয়োগ দেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব শাহ আলম মুকুল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান কামরুন্নেসা উচ্চ বিদ্যিালয় থেকে মাধ্যমিক এবং হলিক্রস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর ১৯৮২ সালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে এমবিবিএস, ১৯৯০ সালে এফসিপিএস (শিশু) এবং ১৯৯৫ সালে যুক্তরাজ্য থেকে মেডিকেল এডুকেশনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

তিনি ১৯৯১ সাল থেকে চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণার সঙ্গে জড়িত। দেশি ও বিদেশি বিভিন্ন জার্নালে তার শতাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এবং থিসিস গাইড হিসেবে তিনি ৩০টির বেশি এম.ডি এবং এফ.সি.পি.এস গবেষণা কাজ তত্ত্বাবধায়ন করেছেন।

অধ্যাপক ডা. সাহানা আখতার রহমানের জন্ম ঢাকায়। মায়ের নাম রওশন আরা বেগম এবং বাবা শাহ্ হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএ/এটি

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন