বিজ্ঞাপন

নাইজেরিয়ায় আইএস’র হামলায় ২৩ সেনা সদস্যের মৃত্যু

July 9, 2020 | 2:13 pm

আন্তর্জাতিক ডেস্ক

নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় একটি প্রধান সড়কে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের আকস্মিক হামলায় ২৩ সেনা সদস্যের মৃত্যু হয়েছে। নিরাপত্তা সূত্রগুলোর বরাতে এ খবর জানিয়েছে এএফপি।

বিজ্ঞাপন

এদিকে কয়েকটি সূত্র এএফপি’কে জানিয়েছে, আঞ্চলিক রাজধানী মাইদুগুরি থেকে ৪০ কিলোমিটার দূরে বুলাবুলিন গ্রামে একটি সামরিক কনভয়ের ওপর আইএস’র জঙ্গিরা আকস্মিক হামলা চালায়। এ হামলায় ২৩ সৈন্যর মৃত্যু হয়েছে। ২ জন আহত এবং অজ্ঞাতসংখ্যক নিখোঁজ রয়েছে।

এখনও নিখোঁজ সৈন্যদের খুঁজে বের করতে অনুসন্ধান চলছে।

অন্যদিকে, নাইজরিয়ার সেনাবাহিনী হামলার কথা স্বীকার করেছে। তবে তারা হামলায় দুই সৈন্যর মৃত্যু এবং চার জন আহত হওয়ার কথা জানিয়েছে। সেনাদের পাল্টা হামলায় ১৭ জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, নাইজেরিয়ার উত্তরাঞ্চলে দশকব্যাপী লড়াইয়ে ৩৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং উদ্বাস্তু হয়েছে ২০ লাখ মানুষ।

সারাবাংলা/একেএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন