বিজ্ঞাপন

‘বাবার লড়াই’য়ে অন্য এক অভিষেক!

July 11, 2020 | 1:52 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ওয়েব সিরিজ প্ল্যাটফর্মে যাত্রা শুরু করলেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। অ্যামাজন প্রাইম’র ‘ব্রেথ’র দ্বিতীয় পর্ব ‘ব্রেথ: ইনটু দ্য শ্যাডোস’ সিরিজ দিয়েই ওয়েব প্ল্যাটফর্মে ডেবিউ হল অভিষেক’র। মৈনাক শর্মা পরিচালিত এই সিরিজটি রিলিজ হতেই মন জয় করতে শুরু করেছে মানুষের।

বিজ্ঞাপন

‘ব্রেথ’র দ্বিতীয় পর্ব ‘ব্রেথ: ইনটু দ্য শ্যাডোস’ সিরিজের গল্পতে দেখা যায়, অভিষেকের বছর পাঁচেকের বাচ্চাকে কেউ কিডন্যাপ করে নেয়। তিন মাস কেটে গেলেও কোনও খোঁজ পাওয়া যায় না মেয়ের। পাগল হয়ে যায় বাবা অভিষেক। মেয়েকে খুঁজে বার করতেই হবে। এমন সময় ভিডিও কল করে কিডন্যাপার। কিছু মানুষকে খুন করতে বলে অভিষেককে। তবেই মেয়ে ফেরত দেওয়া হবে। মাইন্ড গ্যাম খেলার চেষ্টা চালায়। অভিষেক এখানে নিজে একজন মনোবিদ। সে খুঁজতে চেষ্টা করে এই মাইন্ডগেমের গোড়া। আর এই নিয়েই এগিয়েছে গল্প।

‘ব্রেথ: ইনটু দ্য শ্যাডোস’-এ সঠিক রূপেই ফিরলেন অভিষেক। আরেকবার নিজের অভিনয়ে মুগ্ধ করলেন সবাইকে। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে তার অভিনয়ের প্রশংসা। অ্যামাজন অরিজিনালে তার নতুন সিরিজ ‘ব্রেথ ইনটু দ্য শ্যাডোস’ যেন মোহিত করে রাখছে সবাইকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন