বিজ্ঞাপন

জিজ্ঞাসাবাদ শেষে ডা. সাবরিনা গ্রেফতার

July 12, 2020 | 3:20 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: করোনাভাইরাস পরীক্ষায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে অনুমতি বাতিল হওয়া জেকেজি হেলথকেয়ারের ‘চেয়ারম্যান’ ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (১২ জুলাই) দুপুর ১টার দিকে ডা. সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেয় তেজগাঁও পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের তেজগাঁও জোনের উপকমিশনার (ডিসি) হারুনুর রশিদ সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিসি হারুন বলেন, জেকেজি হেলথকেয়ারের সাথে সংশ্লিষ্টতা বিষয়ে ডা. সাবরিনাকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখানো হয়েছে।

ডা. সাবরিনা একজন সরকারি চিকিৎসক হয়েও নিজেকে জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান পরিচয় দিতেন। অনুমতি না থাকলেও বাসায় গিয়ে নমুনা সংগ্রহ, সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করিয়েও টাকা নেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে জেকেজি’র বিরুদ্ধে।

বিজ্ঞাপন

আরও পড়ুন:
করোনা পরীক্ষা নিয়ে জেকেজি হেলথকেয়ারের প্রতারণার জাল
সরকারি খরচে বেসরকারি ‘প্রতারণা’ জেকেজি হেলথ কেয়ারের
সরকারি চাকরি করেও ছিলেন বেসরকারি প্রতিষ্ঠান জেকেজি’র চেয়ারম্যান

সারাবাংলা/ইউজে/টিআর/আইই

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন