বিজ্ঞাপন

বায়োপিক নির্মিত হচ্ছে রকিবুল হাসানকে নিয়ে

July 12, 2020 | 6:23 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

প্রতিবেশী রাষ্ট্র ভারতের নন্দিত ক্রিকেটারদের নিয়ে অহরহ বায়োপিক নির্মিত হতে দেখা গেলেও এদেশে এর চর্চা নেই বললেই চলে। তবে ভালো খবর হলো, অবশেষে এই বৃত্ত থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। লাল-সবুজের সাবেক অধিনায়ক ও মুক্তিযোদ্ধা রকিবুল হাসানকে নিয়ে বায়োপিক নির্মাণ করতে যাচ্ছেন দেশের স্বনামধন্য ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়।

বিজ্ঞাপন

দেশের কোন ক্রিকেটারকে নিয়ে এটিই হতে যাচ্ছে প্রথম কোন বায়োপিক। দেবব্রত মূলত স্ক্রিপ্ট রাইটিং এর কাজটি করবেন। আর পরিচালনায় থাকবেন বান্টি আফজাল। আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হবে চলচ্চিত্র নির্মাণের কাজ।

রোববার (১২ জুলাই) সারাবাংলাকে এ খবর নিশ্চিত করেছেন রকিবুল হাসান ও দেবব্রত মুখোপাধ্যায়।

বিজ্ঞাপন

নিজেকে নিয়ে নির্মিত হতে যাওয়া বায়োপিক সম্বন্ধে বলতে গিয়ে রকিবুল হাসান জানালেন, ‘পদক্ষেপটি আমি অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছি। ক্রিকেট ব্যক্তিত্ব বা যেকোন মানুষ হোক তার কর্মকাণ্ড নিয়ে যদি কোনো চলচ্চিত্র নির্মিত হয় বা ছায়াছবির মধ্য দিয়ে জনগণের সামনে নিয়ে আসা হয় সেটা তার জন্য একটা অনেক বড় পুরস্কার। আমি বলব এটা একটা স্বীকৃতি এবং আমার জন্য এটা অনেক বড় একটা প্রাপ্তি। দেবব্রত স্ক্রিপ্ট রাইটার ও বান্টি আফজাল পরিচালনা করবে।’

‘আমি চাইবো যেন এটা হয়। বাংলাদেশে তো অনেক সময় অনেক সুন্দর উদ্যোগ নেয়া হয় হয় কিন্তু কোন না কোন কারনে আবার থেমে যায়।সেটা যেন না হয়।’ যোগ করেন রকিবুল।

এদিকে স্ক্রিপ্ট রাইটার দেবব্রত মুখোপাধ্যায় জানালেন, ‘এটা আমার কাছে সবার সম্মিলিত একটি কাজের মত মনে হচ্ছে। সবাই যেভাবে ফোন দিচ্ছে, উৎসাহ দিচ্ছে, প্রেরণা দিচ্ছে। নিঃসন্দেহে এটা একটা মাইলফলক। ভাবনাটা অনেকটা আমাদের যৌথ ভাবনা বলা যায়। এখানে পরিচালক হিসেবে যিনি কাজ করছেন, বান্টি আফজাল উনি আমি বন্ধু মানুষ বলা যায়। দীর্ঘদিন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা দেই। উনি আমাদের আড্ডায় প্রায়ই একটা কথা বলেন আমাদের বীরদের সঠিক সম্মান দেই না। এপ্রসঙ্গে একদিন রকিবুল ভাইয়ের কথা হইল।’

বিজ্ঞাপন

‘এখানে আমি আর একটা কথা বলে রাখতে চাই। মাশরাফি বই লেখার সময় আমি যখন তাকে হিরো বললাম, তিনি বললেন, আমি হিরো আমি না, হিরো হচ্ছেন ডাক্তাররা, কৃষকরা। আর আমাদের ক্রিকেটের সত্যিকারের হিরো যদি কেউ থেকে থাকেন সেটা রকিবুল ভাই। কারণ উনি যুদ্ধ করেছেন। সে শুধু খেলেই সন্তুষ্ট থাকেননি। সেই ভাবনা থেকেই আমি ও আমার পরিচালক একমত হয়েছিলাম যে আমাদের এখানে কাজ করা উচিত। আমরা সিদ্ধান্ত নিলাম জাতীকে জানানোর দরকার যে উনি কত বড় কাজ করেছেন। মাথার উপর পরোয়ানা নিয়েও জয় বাংলা স্টিকার সম্বলিত ব্যাট নিয়ে খেলতে নেমে গেছেন, বাবার বন্দুক চুরি করে নিয়ে সম্মুখযুদ্ধ চলে গেছেন। সেই তুলনায় আমরা তাকে ছোট একটি সম্মান দিচ্ছি। কাজটা আমরা আগামী বছরের শুরুর দিকে শুরু করতে চাই এর মধ্যে আমরা স্ক্রিপটিং ক্যাস্টিং শেষ করব।’

সারাবাংলা/এমআরএফ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন