বিজ্ঞাপন

এএফসির ‘এ’ লাইসেন্স সম্পন্ন করেছেন দেশের তিন কোচ

July 12, 2020 | 6:33 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

ঢাকা: গেল বছর এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে কোচদের ‘এ’ লাইসেন্স করার অনুমতি পায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তারই অংশ হিসেবে প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এএফসির ‘এ’ লাইসেন্স সম্পন্ন করেছে দেশের তিন কোচ জুলফিকার মাহমুদ মিন্টু, নুরুজ্জামান নয়ন ও সাইদ হাসান কানন।

বিজ্ঞাপন

শনিবার (১১ জুলাই) বাফুফে ভবনে এই কোচদের হাতে ‘এ’ লাইসেন্স তুলে দেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন।

প্রিমিয়ার লিগের ক্লাব বসুন্ধরা কিংসের গোলকিপিং কোচ নুরুজ্জামান নয়ন সনদপ্রাপ্তির পর জানান, ‘বাফুফের অধীনে আমরা ‘এ’ লাইসেন্স কোর্সটি সম্পন্ন করেছি। ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন ভাইয়ের হাত থেকে সার্টিফিকেটটি পেয়েছি। এই কোর্স থেকে অর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে খেলোয়াড় এবং দেশের ফুটবলের উন্নয়নে ভূমিকা রাখতে পারলেই নিজেকে যোগ্য মনে করবো।’

কথা বলেছেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ সাইদ হাসান কানন, ‘বাফুফে এবং ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ কোভিড-১৯ এর সংকটময় সময়েও উনি কাজ করে যাচ্ছেন এবং এরই ফলাফল হিসেবে আমরা আজকে লাইসেন্সটি হাতে পেলাম।’

বিজ্ঞাপন

তিন কোচ ছাড়াও এএফসির বিভিন্ন ক্যাটাগরিতে সনদ সংগ্রহ করেছেন সাবেক ফুটবলাররা। তাদের মধ্যে জাতীয় দলের বিখ্যাত ডিফেন্ডার রজনী কান্ত বর্মন আছেন। তিনি ‘বি’ লাইসেন্স সম্পন্ন করেছেন। তিনি বলেন, ‘আমি বি এবং সি দুটি লাইসেন্স কোর্স-ই সম্পন্ন করেছি। আশা করছি এই কোর্সগুলো তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়নে কাজ করতে সাহায্য করবে।’

শুধু দেশি ফুটবলার নয় অন্যান্য দেশের আগ্রহীরাও ফেডারেশন থেকে কোর্স সম্পন্ন করছেন বলে জানান বাফুফের সহ-সভাপতি তাবিথ আউয়াল, ‘বাফুফের পক্ষ থেকে বিগত চার বছরে পনেরোটি কোচিং কোর্স সম্পন্ন করা হয়েছে এবং এর মাধ্যমে আমরা ২৫০ জন কোচকে সাহায্য করতে পেরেছি। ২০১৯ থেকে এএফসির সঙ্গে জড়িত হয়েছি এবং এরপর থেকে আমরা তিনটি ক্যাটেগরিতে লাইসেন্স দিচ্ছি। আজ আমরা সাত জন সাবেক জাতীয় দলের খেলোয়াড়কে এই লাইসেন্স প্রদান করেছি।’

অন্যান্য দেশের আগ্রহীরাও কোর্স করছেন বলে উল্লেখ করে তিনি বলেন, ‘গর্বের বিষয় হচ্ছে, দেশীয় খেলোয়াড়দের পাশাপাশি অন্যান্য দেশের খেলোয়াড়েরাও আমাদের এই লাইসেন্স কোর্সে অংশগ্রহণ করছেন এবং সার্টিফিকেট গ্রহণ করছেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন