বিজ্ঞাপন

ব্যাংক বাঁচাতে জীবন দিলেন নিরাপত্তাপ্রহরী

December 10, 2017 | 10:30 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ইউসিবি ব্যাংক ভবনে রোববার রাত থেকে ডিউটিতে ছিলেন নিরাপত্তা প্রহরী রিয়াজ সেলিম। হঠাৎ ঘুম থেকে জেগে দেখেন ব্যাংকে আগুন লেগেছে। রোববার ভোর ৫টার দিকে নারায়ণগঞ্জ শহরের থানা পুকুরপাড় মসজিদ মার্কেট এলাকায় ইউসিবি ব্যাংক ভবনে আগুন লাগার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিস আসার আগেই ওই নিরাপত্তা প্রহরী নিজে আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় গুরুতর দগ্ধ হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

ভবনটির ১০ তলার তিনতলায় ইউসিবি ব্যাংকের ভেতরে আগুন লাগে। আগুনের ভয়ে ভবনে থাকা লোকজন ছাদে আশ্রয় নেন।

বিজ্ঞাপন

ঢাকা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মাসুদুর রহমান আকন্দ জানান, আগুনের খবর পেয়ে মন্ডলপাড়া, ফতুল্লা,ও ঢাকাসহ ৯টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

সারাবাংলা /এ/আরসি/একে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন