বিজ্ঞাপন

অনলাইনে পশু কেনাবেচার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

July 13, 2020 | 7:16 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে লোকসমাগমকে নিরুৎসাহিত করে সারাদেশে অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে কোরবানির পশু কেনাবেচা করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জুলাই) বিকেলে মন্ত্রণালয়ের নিজ কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে জনগণের প্রতি এ আহ্বান জানান তিনি।

এ বছর করোনা ভাইরাসের কারণে ভিন্ন এক প্রেক্ষাপটে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রতিবছরের ন্যায় এবারও পশুর হাটে লোকসমাগম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি থাকবে।’ তাই হাটে যাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করে সবাইকে অনলাইনে পশু কেনাবেচার পরামর্শ দেন তিনি।

মো. তাজুল ইসলাম বলেন, ‘কয়েকদিন আগে আমি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ডিজিটাল হাট উদ্বোধন করেছি এবং সেখান থেকে নিজেও একটি গরু কিনেছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘যারা অনলাইনে পশু কেনাবেচা করতে পারেন না সেক্ষেত্রে মানুষের সমাগম কম হয় এমন জায়গায় পশুর হাট বসাতে হবে। এবং সেই হাটে অবশ্যই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বসহ অন্যান্য সরকারি নির্দেশনা মানতে হবে।’

মন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার বিভাগের সব প্রতিষ্ঠান এবং জেলা-উপজেলা প্রশাসন এলাকায় বাস্তবতার আলোকে পশুর হাট কীভাবে পরিচালনা করবে মন্ত্রণালয় থেকে সেসব দিক নির্দেশনা দেওয়া হয়েছে।’

করোনাভাইরাসের কারণে সারাদেশে পশুর হাট স্বল্প পরিসরে বসবে বলেও নিশ্চিত করেন স্থানীয় সরকারমন্ত্রী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচ/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন