July 13, 2020 | 8:20 pm
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর কাকরাইলে ওষুধ বিক্রেতা প্রতিষ্ঠান লাজ ফার্মায় ৫০ ধরনেরও বেশি অনুমোদনহীন ও ভেজাল ওষুধের সন্ধান পাওয়া গেছে। খবর পেয়ে একনামে পরিচিত ফার্মেসিটিতে অভিযান চালাচ্ছে র্যাব।
সোমবার (১৩ জুলাই) বিকেলে এই অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু। র্যাব ও ঔষধ প্রশাসন অধিদফতর যৌথভাবে অভিযান পরিচালনা করছে। অভিযান এখনো চলছে।
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু সারাবাংলাকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, লাজ ফার্ম অনুমোদনহীন ওষুধ সরবরাহ করছে। এ খবর পেয়ে অভিযান শুরু করি। এখন পর্যন্ত ৫০ ধরনেরও বেশি অনুমোদনহীন ওষুধ পাওয়া গেছে। এগুলোর বাজার মূল্য ৩০ লাখ টাকার বেশি। মানুষের সঙ্গে বিশ্বাসের সুযোগ নিয়ে এটি তাদের বড় ধরনের প্রতারণা। এজন্য তাদেরকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান এখনো চলছে।
ঔষধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন সারাবাংলাকে বলেন, এটি অত্যন্ত বড় অন্যায়। এই অপরাধে অভিযান শেষে আমরা লাজ ফার্মার সঙ্গে সংশ্লিষ্টদের কারাদণ্ড ও অর্থদণ্ড দু’টোই করব।
সারাবাংলা/এসএইচ/টিআর