বিজ্ঞাপন

মানবতাবিরোধী অপরাধের মামলার সবচেয়ে বয়স্ক আসামির মৃত্যু

July 14, 2020 | 1:03 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জামিনে থাকা সবচেয়ে বয়স্ক আসামি সাতক্ষীরার আব্দুল্লাহ হেল বাকী (১০৬) মারা গেছেন।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জুলাই) রাত ৯ টা ৪০মিনিটে রাজধানী ঢাকার লালবাগের বাসায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।

মৃত আব্দুল্লাহ হেল বাকীর ছেলে মোস্তা‌ফিজুর রহমানের বরাত দিয়ে আইনজীবী জানান, তাকে দাফনের জন্য সাতক্ষীরা সদর উপজেলার বুলারাটী গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে।

আন্তর্জা‌তিক অপরাধ ট্রাইব্যুনা‌লের আসামিদের মধ্যে উনি ছিলেন সব‌চে‌য়ে বয়োবৃদ্ধ। তার বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় তাকে জামিন দিয়েছিলেন আদালত।

বিজ্ঞাপন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৭ সালে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের বুলারাটী গ্রামের বা‌ড়ি থেকে আব্দুল্লাহ হেল বাকীকে গ্রেফতার করা হয়। ওই বছর ১৯ মার্চ হাজির করা হলে ঢাকায় থাকা ও ধার্য দিনে হাজিরের শর্তে সুপ্রিম কোর্টের আইনজীবী এম আব্দুর রউফের হেফাজতে ১০৩ বছর বয়স্ক বাকীকে জামিন দেওয়া হয়। এরপর থেকে তিনি জামিনে ছিলেন।

২০১৮ সালের ৫ মার্চ তার বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় তিনি ছাড়াও আরও তিনজন আসামি রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডকে/পিটিএম

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন