বিজ্ঞাপন

এরশাদের মৃত্যুবার্ষিকীতে নির্বাচন করে মানুষের ধিক্কার পেয়েছে ইসি

July 14, 2020 | 4:09 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

রংপুর: এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে উপনির্বাচন করে তাবেদার নির্বাচন কমিশন দেশের কোটি মানুষের ধিক্কার পেয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ জুলাই) রংপুরে এরশাদের প্রথম মৃত্যুবার্কী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহেফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপনির্বাচনে ভোট চুরির মহোৎসব সৃষ্টি করেছে নির্বাচন কমিশন উল্লেখ করে রাঙ্গা বলেন, ‘করোনাভাইরাস টেস্টের নামে দেশে সীমাহীন দুর্নীতি হয়েছে। দেশ থেকে করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে বিদেশে গিয়ে প্রবাসীরা হয়রানির শিকার হচ্ছে। বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।’ এরসঙ্গে যারা জড়িত এবং যারা দুর্নীতির কমিশন খেয়েছে তাদের আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহবান জানান জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি।

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মীর আবদুস সবুর আসুদ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, রেজাউল ইসলাম ভূঁইয়া, সোলায়মান আলম শেঠ, মেজর (অব) রানা মোহাম্মদ সোহেল এমপি, নাজমা আক্তার এমপি, আলমগীর সিকদার লোটন, আবদুস সাত্তার, জহিরুল ইসলাম, উপদেষ্টা মো. নুরুল ইসলাম তালুকদার এমপি, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল এমপি, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবু তৈয়ব, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম, জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইব্রাহিম খান জুয়েল, সাধারণ সম্পাদক আল মামুনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এমআই

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন