বিজ্ঞাপন

ভাঙা স্যুটকেস হয়ে গেল জাদুর বাক্স : প্রধানমন্ত্রী

March 7, 2018 | 5:48 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা : বিএনপি-জামায়াত জোটের দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমান মারা যাওয়ার পর পরিবারের জন্য ভাঙা স্যুটকেস ও ছেঁড়া গেঞ্জি রেখে গিয়েছিল। কিন্তু ক্ষমতায় আসার পর তাদের সেই ভাঙা স্যুটকেস হয়ে গেল জাদুর বাক্স।

সোহরাওয়ার্দী উদ্যানে ৭ মার্চের জনসভায় ভাষণকালে বুধবার কিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগের সময় যত উন্নয়ন হয় তা এর আগে কোনো সরকার করতে পারেনি। জেনারেল জিয়া পারেনি, জেনারেল এরশাদ পারেনি, খালেদা জিয়াও করতে পারেনি। কারণ তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করত না, উন্নয়নে বিশ্বাস করত না। তারা ব্যস্ত ছিল নিজেদের উন্নয়নে। যে ভাঙা স্যুটকেস ছিল তা জাদুর বাক্স হয়ে গেল।’

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা ৫২৭৫টা ডিজিটাল কেন্দ্র করে দিয়েছি। গ্রামে বসে অনলাইনেই সব ধরনের ফরম পূরণ করত পারছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় তথ্য বাতায়ন করেছি। ইনশাল্লাহ আগামী মাসে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে।’

তিনি বলেন, ‘মাছ উৎপাদনে বিশ্বের বুকে বাংলাদেশ এখন চতুর্থ, তরি-তরকারি উৎপাদনে আমরা তৃতীয়। আমরা ২৬ হাজার কিলোমিটার রাস্তা করেছি। কিছু রাস্তা চার লেন করেছি।’

‘আমরা বীরের জাতি, বিজয়ী জাতি, কারও কাছে মাথানত করব না জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এ শিক্ষা দিয়েছেন-’ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন