বিজ্ঞাপন

লিগ জিতলেও সমর্থকদের উদযাপনে না আসার আহ্বান রিয়ালের

July 15, 2020 | 3:04 am

স্পোর্টস ডেস্ক

গাণিতিকভাবে এখনও লিগ জয় হয়নি রিয়ালের। তবে বড় কোনো অঘটন না ঘটলে ২০১৯/২০ মৌসুমের লিগ জিতে শিরোপা কেবিনেটে ৩৪তম লা লিগা শোভা পাবে রিয়ালের। হাতে বাকি আছে আর মাত্র দুইটি ম্যাচ যেখান থেকে মাত্র দুই পয়েন্ট নিতে পারলেই আবারও লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তারপরেও নিজেদের এখনই চ্যাম্পিয়ন দাবি করতে আপত্তি রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসের।

বিজ্ঞাপন

তবে রামোস এখনই নিজেদের চ্যাম্পিয়ন ঘোষণায় আপত্তি জানালেও শিরোপার স্বপ্ন বড় কোনো দুর্ঘটনা না ঘটলে রামোসদের পূর্ণ হচ্ছে। আর তাই তো এর মধ্যেই শিরোপা উদযাপন অনুষ্ঠানের ছক কষতে শুরু করেছে স্পেনের সবচেয়ে সফলতম ক্লাবটি। এরই ধারাবাহিকতায় মাদ্রিদ শহরের মেয়রের সঙ্গে দুই দফায় বৈঠকও করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।

এবার ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এক বিবৃতি দিয়ে সমর্থকদের অনুরোধ জানানো হলো রিয়াল মাদ্রিদ শিরোপা জয় করলেও উদযাপনের জন্য যেন তারা না আসে। শিরোপা অনেকটা নিশ্চিত হওয়া স্বত্বেও গাণিতিক দিক বিবচেনায় রেখে নিজেদের অফিসিয়াল বিবৃতিতে ‘যদি’ জুড়ে দিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা।

মঙ্গলবার (১৪ জুলাই) এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয়, ‘রিয়াল মাদ্রিদ যদি লা লিগার জয় করে তবে উদযাপনের জন্য সকল সদস্য এবং সমর্থকদের সিবেলেসে জড় না হওয়ার অনুরোধ রইল। আমরা সবাই জানি বর্তমানে কোভিড-১৯ মহামারির কারণে সবকিছুই পাল্টে গেছে। আর তাই সকলের প্রতি অনুরোধ রইল এমন পরিস্থিতিতে মানুষের কথা বিবেচনা করে শিরোপা জয়ের উল্লাস করতে জনসমাগম না করার।’

বিজ্ঞাপন

বিবৃতিতে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয় তাদের এবং বার্সেলোনার সামনে এখনও শিরোপা জয়ের সম্ভবনা রয়েছে। আর রিয়াল মাদ্রিদ যদি শিরোপা জয় করেও তবুই সমর্থকরা যেন সিবেলেসে জড় না হয়। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে আরও জানানো হয়, ‘শিরোপা জয় করতে পারলেও রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা উদয়াপনের জন্য প্লাজা দে সিবেলেসে যাবে না, এবং আমরা অনুরোধ করব আমাদের সমর্থকরাও যেন সেখানে ভিড় না করে।’

এদিকে মাদ্রিদ শহরের মেয়র এ ব্যাপারে বলেন, ‘দয়া করে কেউ সিবেলেসে ভিড় করবেন না। আপনারা নিজেদের বারান্দার রিয়াল মাদ্রিদের সাদা পতাকা উড়িয়ে শিরোপা জয় উদযাপন করুন।’

স্পেনের স্বাস্থ্য মন্ত্রী সালভাডর ইল্লা বলেন, ‘আমরা অনেক চিত্র দেখছি যারা উপরের লিগে উত্তীর্ণ হয়ে উদযাপন করছে। আমরা উদযাপন করব, আমরা আরও অনেক কিছুই করব কিন্তু আমাদের মাথায় করোনাভাইরাসের ব্যাপারটিও রাখতে হবে। আমাদের সকলের অবশ্যই বিধি নিষেধ মেনে চলতে হবে।’

বিজ্ঞাপন

ভিয়ারিয়ালের বিপক্ষে নিজেদের আগামী ম্যাচ জিতলে গাণিতিকভাবে শিরোপা নিশ্চিত হবে রিয়ালের ৩৪তম লিগ শিরোপা।

সারাবাংলা/এসএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন