বিজ্ঞাপন

শিশু নির্যাতন রোধে কার্যকর ব্যবস্থা নিতে আইনি নোটিশ

July 15, 2020 | 12:05 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: করোনাকালে শিশু নির্যাতন রোধে কার্যকর পদক্ষেপ নিতে দুই মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সচিব এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় সচিবকে এ নোটিশ পাঠানো হয়।

বিজ্ঞাপন

মানবাধিকার সংস্থা পপুলেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (পিডিও) নির্বাহী পরিচালক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন বুধবার (১৫ জুলাই) জনস্বার্থে এ নোটিশ পাঠান।

নোটিশকারী আইনজীবী বলেন, ‘শিশু অধিকার রক্ষা এবং তাদের বিষয়ে দেখাশোনা করার জন্য মূলত মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে। কিন্তু বিভিন্ন রিপোর্টের আলোকে প্রতীয়মান হয় যে, তারা কার্যকর পদক্ষেপ নিতে পারেননি। ফলে শিশু নির্যাতনের সংখ্যা মারাত্বকভাবে বাড়ছে। এ কারনে নোটিশ দিয়েছি ‘

নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে শিশু নির্যাতন বন্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে প্রতিকার চেয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

নোটিশে বলা হয়, ‘আমাদের দেশে করোনাভাইরাসের সামাজিক সংক্রমণ হয়েছে এবং দিনে দিনে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। করোনা মহামারির কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। তেমনি আমরা লক্ষ্য করছি, বিশেষ বিশেষ ক্ষেত্রে অপরাধ প্রবণতা বাড়ছে। অনেক অপরাধী করোনা দুর্যোগের সুযোগ নিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ফলে এই বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থা নেওয়া অপরিহার্য হয়ে দেখা দিয়েছে।’

‘শিশুদের অধিকার রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার পরও শিশুরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়। এবং স্বাভাবিক সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তা অনেকটা প্রতিরোধ করা সম্ভব হয়। কিন্তু বর্তমান করোনাকালে আমরা বিভিন্ন পত্র-পত্রিকা এবং ইলেকট্রনিক্স মিডিয়ার রিপোর্টিংয়ের আলোকে লক্ষ্য করছি, শিশু নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। আমাদের রাষ্ট্রযন্ত্রকে একটি বিশেষ অবস্থা মোকাবিলা করতে হচ্ছে এবং এই সুযোগে শিশু নির্যাতনের পরিমাণ বাড়ছে।’

নোটিশে আরও বলা হয়, গত ৭ মে ‘লকডাউনে অস্বাভাবিক হারে বেড়েছে শিশু নির্যাতন’ শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সেখানে বেসরকারি একটি সংস্থার প্রতিবেদনে প্রকাশ পায়। যেখানে ২০০৯ সালে সারাদেশে ৪৬ শিশু ধর্ষণের শিকার হয়েছিল সেখানে চলতি বছরের এপ্রিল মাসে ২৭ জেলায় ৩৫ শিশু ধর্ষণের শিকার হয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং শান্তির আওতায় আনতে না পারলে বিষয়টি আরও মারাত্বক আকার ধারন করবে।

বিজ্ঞাপন

বেসরকারি সংস্থা ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ তাদের একটি জরিপের ফলাফল গত ১৩ জুলাই প্রকাশ করেছে। জরিপে দেখা গেছে, চলতি বছরের জুনে শিশু নির্যাতনের হার এপ্রিল ও মে মাসের তুলনায় বেড়েছে। এমনকি আশঙ্কাজনক হারে বেড়েছে বাল্যবিবাহের সংখ্যা। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিত্তিতে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধ করার সিদ্ধান্ত গ্রহন করা অপরিহার্য হয়ে দেখা দিয়েছে।’

সারাবাংলা/এজেডকে/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন