বিজ্ঞাপন

সেই তিন জনের ‘একটা জীবন’

July 15, 2020 | 12:08 pm

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

কলকাতার শুভমিতা বন্দোপাধ্যায় ও বাংলাদেশের রিজভী ২০১২ সালে ‘চোখের পলকে’ এবং ‘যদি তুমি’ গান দুটি একসঙ্গে গেয়েছিলেন। দুটি গানেরই গীতিকার ছিলেন রবিউল ইসলাম জীবন। ইবরার টিপুর সুর ও সঙ্গীতায়োজনে গান দুটি বেশ জনপ্রিয়তা পায়। আট বছর পর আবার শুভমিতা-রিজভী-জীবন ত্রয়ী নিয়ে আসছেন ‘একটা জীবন’।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫ টায় রিজভী ওয়াহিদের ইউটিউব চ্যানেল ‘আরডব্লিউ এন্টারটেইনমেন্ট’ থেকে লিরিকাল ভিডিও আকারে প্রকাশিত হয়েছে ‘একটা জীবন’। সুর ও সংগীতায়োজন করেছেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল। সিনেআর্টের ব্যানারে লিরিকাল ভিডিওটি বানিয়েছেন শুভব্রত সরকার।

গানটির মুখ-‘একটা জীবন কাটিয়ে দিলাম তুমি আমি একই বৃত্তে/ আজও জানা হলো না তোমার কোনটা সত্য কোনটা মিথ্যে/ হারতে চাওনি কখনো তুমি আর আমিও চাইনি জিত্তে।’

রিজভী ওয়াহিদ বলেন, ‘আমাদের তিনজনের আগের দুটি গানের মতো তৃতীয় গানটিও শ্রোতারা গ্রহণ করবেন বলে বিশ্বাস করি। আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই মেলোডি সুরে গানটি করেছেন। গানটির কথা, সুর, গায়কী সব কিছুর একটা গভীরতা আছে। এতে উঠে এসেছে দুজন মানুষের জীবনের গল্প।’

বিজ্ঞাপন

রবিউল ইসলাম জীবন বলেন, ‘আমার সৌভাগ্য আমার কথায় সুর করেছিলেন কিংবদন্তি আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই। আমার নিজের খুব প্রিয় একটি গান এটি। শ্রোতারা কিভাবে গ্রহণ করে সেটা দেখার অপেক্ষায় আছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস/

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন