বিজ্ঞাপন

গেজেট প্রকাশে অারও ৩ দিন সময় পেল সরকার

December 10, 2017 | 10:17 am

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা : নিম্ন অাদালতের বিচারকদের শৃঙ্খলা ও আচরণ বিধিমালার গেজেট প্রকাশে ১৩ ডিসেম্বর বুধবার পর্যন্ত সময় দিয়েছে অাপিল বিভাগ। রোববার (১০ ডিসেম্বর) এ সংক্রান্ত  আবেদন করলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর অাগে গত ০৩ ডিসেম্বর সময় আবেদনের প্রেক্ষিতে ১০ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিলেন অাদালত।  অাজ অাবার অাবেদন করলে অাদালত ১৩ ডিসেম্বর বুধবার পর্যন্ত সময় দেন অাদালত। অাবেদন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে অালম।

শুনানিকালে অাদালত বলেন, ‘এত সময় লাগে কেন।’ পরে অাদালত তিনদিন সময় দেন।

বিজ্ঞাপন

গত ২০ আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ শুনানি শেষে ৮ অক্টোবর পর্যন্ত গেজেট প্রকাশের সময় দিয়েছিলেন।

১৯৯৯ সালের ০২ ডিসেম্বর মাসদার হোসেনের মামলায় (বিচার বিভাগ পৃথককরণ) ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়।ওই রায়ের ভিত্তিতে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালাপ্রণয়নের নির্দেশনা ছিল।আপিল বিভাগের এ নির্দেশনার পর গত বছরের ০৭ মে আইন মন্ত্রণালয় একটি খসড়া শৃঙ্খলা সংক্রান্ত বিধি প্রস্তত করে সুপ্রিম কোর্টে পাঠায়।

গত বছরের ২৮ আগস্ট শুনানিকালে আপিল বিভাগ খসড়ার বিষয়ে বলেন, শৃঙ্খলা বিধিমালা সংক্রান্ত সরকারের খসড়াটি ছিল ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার হুবহু অনুরূপ। যা মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থী।

বিজ্ঞাপন

এর পরই সুপ্রিম কোর্ট একটি খসড়া বিধিমালা করে আইন মন্ত্রণালয়ে পাঠান।

গত ১৬ জুলাই প্রধানবিচারপতির সঙ্গে সাক্ষাৎ শেষে এ সংক্রান্ত গেজেট শিগগিরই প্রস্তুত হবে বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী।

পরে ফের ২৭ জুলাই বিকেলে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে খসড়াটি হস্তান্তর করেন আইনমন্ত্রী আনিসুল হক। কিন্তু সেই খসড়া নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করেন আপিল বিভাগ।

পরবর্তীতে আবার দফায় দফায় সময় নেয় সরকার পক্ষ।

বিজ্ঞাপন

এদিকে শুক্রবার আইনমন্ত্রী আনিসুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বলেছেন, আগামী সপ্তাহে বিচারকদের চাকরিবিধির গেজেট প্রকাশ করা হবে। সেই হিসেবে রোববার সপ্তাহের কর্মদিবসের প্রথম দিন।

সারাবাংলা/এজেডকে/একে

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন