বিজ্ঞাপন

জুলাই মাসের হিসাবে বেতন-বোনাস পাবেন শিক্ষকরা

July 18, 2020 | 4:04 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: জুন নয়, জুলাই মাসের হিসাবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিদের ঈদ বোনাস দেওয়া হবে। শনিবার (১৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর সূত্রে এ তথ্য জানা যায়। রোববার (১৯ জুলাই) এ বিষয়ে মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হবে বলেও জানা গেছে।

বিজ্ঞাপন

অধিদফতর সূত্র জানিয়েছে, শিক্ষকদের জুলাই মাসে মূল বেতনের সঙ্গে ৫ শতাংশ প্রবৃদ্ধি যুক্ত হওয়ায় এই মাসের বেতনের সঙ্গে মিলিয়ে বোনাস দেওয়া হবে। জুন মাসের বেতন অনুসারে উৎসব ভাতা দেওয়া হলে আর্থিক দিক থেকে শিক্ষকরা ঠকবেন। এজন্য জুলাই মাসের হিসাবে শিক্ষা মন্ত্রণালয়ে ঈদ বোনাসের টাকা ছাড়ের প্রস্তাব পাঠানো হবে।

সেক্ষেত্রে অবশ্য আগামী ১ আগস্টকে ঈদুল আজহার দিন ধরা হয়েছে। তবে কোনো কারণে যদি ৩১ জুলাই ঈদ উদযাপন হয় তাহলে শিক্ষকদের জুন মাসের বেতন অনুসারে উৎসব ভাতার টাকার পরিমাণ নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন