বিজ্ঞাপন

‘ফেসবুক-ইউটিউবের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে’

July 18, 2020 | 6:22 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: ফেসবুক-ইউটিউবের মাধ্যমে দেশ-বিদেশ থেকে সাম্প্রদায়িক প্রচারণা চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফেসবুকে কে কী লিখল, তা নিয়ে ‘লেগে না থাকার’ আহ্বানও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (১৮ জুলাই) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ অডিটোরয়াোমে সর্বধর্মীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

ফেসবুক-ইউটিউবের মাধ্যমে ষড়যন্ত্রের অভিযোগ এনে তথ্যমন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। দেশের ভেতর এবং বিদেশ থেকে এই অপচেষ্টা চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে প্রতিপক্ষরা ফেসবুক-ইউটিউবের আশ্রয় নিয়েছে। এর মাধ্যমে সাম্প্রদায়িক প্রচারণা চালিয়ে গণ্ডগোল করার চেষ্টা করছে। তবে এগুলোতে বেশি কান দেওয়ার দরকার নেই। মাতামাতির প্রয়োজন নেই। আমরা সবধর্মের মানুষ শত, শত বছর ধরে ভাই-ভাইয়ের মতো ছিলাম, ভবিষ্যতেও থাকব।’

মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল সম্প্রদায়ের মিলিত রক্তস্রোতে বাংলাদেশের জন্মের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সাম্প্রদায়িকতাকে চিরতরে বিদায় দিতেই আমরা পাকিস্তান থেকে বের হয়ে এসেছিলাম। এই বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। সাম্প্রদায়িকতার বিষবাষ্প যারা ছড়ায়, তারা মানবতা ও বাংলাদেশের শত্রু।‘

বিজ্ঞাপন

‘প্রধানমন্ত্রী নিজে একজন অসাম্প্রদায়িক মানুষ। আমরা যারা আওয়ামী লীগ করি, আমাদের প্রথম পরিচয় হচ্ছে বাঙালি। আমাদের দ্বিতীয় পরিচয় কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ বৌদ্ধ কিংবা খ্রিস্টান। এখানেই বিএনপি-জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য’- বলেন হাছান মাহমুদ।

নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ার প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, ‘রাঙ্গুনিয়াকে শান্তিময় ও প্রীতিময় রাখতে হবে। ফেসবুকে কে, কী লিখল সেটা নিয়ে লেগে থাকব- এটা হতে পারে না। কোনো ব্যক্তির কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে না। অশুভ শক্তির বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।’

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন