বিজ্ঞাপন

চার্লি চ্যাপলিন ও আইনস্টাইনের সাক্ষাতে কথার মারপ্যাঁচ

July 23, 2020 | 10:13 am

ফিচার ডেস্ক

প্রায় নয় দশক আগে ইতিহাসের দুই অন্যতম শ্রেষ্ঠ প্রতিভাবানের সাক্ষাৎ হয়েছিলো। একজন চার্লি চ্যাপলিন অপরজন অ্যালবার্ট আইনস্টাইন। চলচ্চিত্র ও বিজ্ঞান দুই জগতের দুই মহা প্রতিভার এই সাক্ষাৎ ও কথোপকথন নিয়ে ৯০ বছর পরেও আগ্রহের কোনো কমতি নেই। এবার নোবেল কমিটি এই দুই ক্ষণজন্মার ঐতিহাসিক সাক্ষাতের একটি ছবি ও কথোপকথনের অংশ প্রকাশ করলো।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জুলাই)  নোবেল কমিটির এক ইনস্টাগ্রাম পোস্টে একটি নোট প্রকাশ করা হয়। এতে বলা হয়, হলিউডে একমাত্র ব্যক্তি চার্লি চ্যাপলিন যার সঙ্গে আইনস্টাইন দেখা করতে চেয়েছিলেন।

১৯৩১ সালে নির্বাক চলচ্চিত্র যুগের সর্বশ্রেষ্ঠ তারকা চার্লি চ্যাপলিনের সঙ্গে দেখা হয় ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের। চার্লি চ্যাপলিনের ‘সিটি লাইট’ সিনেমার প্রিমিয়ারের সময় ইউনিভার্সাল স্টুডিওতে সাক্ষাৎ হয় দুই জনের।

নোবেল কমিটির ইনস্টাগ্রামে আইনস্টাইন ও চার্লি চ্যাপলিনের কথোপকথনের একটি অংশ প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

আইনস্টাইন: আপনার শিল্পের সবচেয়ে প্রশংসাযোগ্য ব্যপারটি হচ্ছে তা সর্বজনবিদিত। আপনি কোনো কথাই বলেন না, অথচ সবাই আপনার কথা বুঝতে পারে।

উপস্থিত বুদ্ধির জন্য বিখ্যাত চার্লি চ্যাপলিনের জবাব—

চার্লি চ্যাপলিন: তা সত্য। তবে আপনার সম্মান আরও উপরে। আপনার কোনো কথা লোকে না বুঝলেও সবাই আপনাকে সম্মান করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন