বিজ্ঞাপন

কোচদের উন্নতিতে ভূমিকা মেসির

March 8, 2018 | 12:32 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

বার্সেলোনার কোচিং অধ্যায়ে পেয়েছিলেন আর্জেন্টিনার খুদে জাদুকর লিওনেল মেসিকে। খুব কাছ থেকে দেখেছিলেন প্রিয় ছাত্রের পায়ের কারিকুরি। স্প্যানিশ জায়ান্টদের ছেড়ে যোগ দিয়েছিলেন জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে। এরপর যোগ দিয়েছেন ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে। তারপরও বার্সার মেসিকে ভুলতে পারেননি পেপ গার্দিওলা।

বার্সার প্রাণভোমরা মেসিকে নিয়েই সব কোচ দলের আক্রমণভাগ সাজিয়ে থাকেন। এমনকি কোচদের কাজের উন্নতিতেও মেসি ভূমিকা রাখেন-এমনটি মনে করেন গার্দিওলা।

বিজ্ঞাপন

পাঁচবারের বর্ষসেরা মেসির প্রশংসা করতে গিয়ে গার্দিওলা জানালেন, ‘দলের সকল কৌশল মেসিকে নিয়েই তৈরি হয়। সেও কোচদের হতাশ করে না। আমার মতে মেসি শুরু দলেরই না, সব কোচদের উন্নতি করেছেন, যারা তাকে কোচিং করিয়েছেন। দলের সবার অবস্থা বদলে দেওয়ার সামর্থ্য রয়েছে মেসির।’

মেসির মতো ফুটবলারের কাছ থেকে সেরাটা পেতে কোচদের মাথা খাটিয়ে কৌশল খুঁজতে হয় বলেও মনে করেন গার্দিওলা।

বিজ্ঞাপন

লা লিগায় এই মৌসুমে সবথেকে বেশি গোল করার পাশাপাশি অ্যাসিস্টেও সবথেকে বেশি নাম মেসির। ফ্রি-কিক থেকে গোল করার তালিকাতেও শীর্ষে মেসি।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন