বিজ্ঞাপন

বিদেশগামীদের করোনা সনদ ১৮ প্রতিষ্ঠানে, বিদেশিদের আইসিডিডিআরবি

July 31, 2020 | 5:12 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বিদেশগামী ব্যক্তিদের নভেল করোনাভাইরাসমুক্ত সনদ দেওয়ার জন্য ১৮টি প্রতিষ্ঠান নির্দিষ্ট করেছে সরকার। দেশের বাইরে যেতে চাইলে এই প্রতিষ্ঠানগুলো থেকে করোনামুক্ত হিসেবে সনদ নিতে হবে। এছাড়াও বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বিদেশি সংস্থায় কর্মরত বিদেশি নাগরিকদের এখন থেকে করোনামুক্ত সনদ দেবে আইসিডিডিআর,বি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগমের সই করা এক নির্দেশনায় এ কথা জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, বিদেশগামী ব্যক্তিদের করোনামুক্ত সনদ দেওয়ার জন্য বর্তমানে সরকার নির্ধারিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রাজধানী ঢাকায় রয়েছে তিনটি প্রতিষ্ঠান। এগুলো হচ্ছে— রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, মহাখালীতে অবস্থিত ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ), ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম)।

ঢাকার বাইরের প্রতিষ্ঠানগুলো হলো— বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ, চট্টগ্রামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজ (বিআইটিআইডি), কক্সবাজার মেডিক্যাল কলেজ (আইইডিসিআর ফিল্ড ল্যাবরেটরি), কুমিল্লা মেডিক্যাল কলেজ, নারায়ণগঞ্জের ৩০০ শয্যা হাসপাতাল, খুলনা মেডিক্যাল কলেজ, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ, রাজশাহী মেডিক্যাল কলেজ, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ, রংপুর মেডিক্যাল কলেজ, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ, নোয়াখালীতে অবস্থিত আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজ ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/টিআর

Tags: , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন