বিজ্ঞাপন

বৈরুত বিস্ফোরণ: মৃত ৭৮, আহত ৪ হাজার

August 5, 2020 | 11:22 am

আন্তর্জাতিক ডেস্ক

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ দুই বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ৭৮ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন আরও চার হাজার মানুষ। খবর আল জাজিরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে সরকারি সূত্রগুলো জানিয়েছে লেবানন কাস্টমসের গুদামে অ্যামোনিয়াম নাইট্রেটের মজুত থেকে এই বিস্ফোরণের সূত্রপাত হয়।

এ ব্যাপারে লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ফাহমি আল জাজিরাকে জানিয়েছেন, বৈরুতের উপকণ্ঠে ওই বন্দর এলাকায় প্রচুর পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেট মজুত করা ছিল। এর থেকেই বিস্ফোরণ ঘটেছে। এত বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট কেন সেখানে মজুত করা ছিল, সে বিষয়ে লেবানন কাস্টমসকে জিজ্ঞাসাবাদ করা দরকার বলেও মন্তব্য করেন তিনি।

পাশাপাশি, স্থানীয় গণমাধ্যম মায়াডিন দেশটির কাস্টমস পরিচালককে উদ্ধৃত করে বলছে, কয়েক টন নাইট্রেট বিস্ফোরিত হয়েছে ওই এলাকাটিতে।

বিজ্ঞাপন

এদিকে, এ ঘটনায় লেবাননে রাষ্ট্রীয় শোক ও সপ্তাহব্যাপী জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আরও পড়ুন –

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০
বৈরুতে বিস্ফোরণে নিহত বেড়ে ৫০, আহত ৩ হাজার

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন