বিজ্ঞাপন

ডিএসইতে লেনদেন ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে

August 5, 2020 | 4:31 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: পুঁজিবাজারে সূচক ও লেনদেন বৃদ্ধির ধারা অব্যাহত রযেছে। বুধবার (৫ আগস্ট) টানা নবম দিনের মতো সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আর্থিক লেনদেন ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে; যা আগের সাড়ে ৫ মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ। এর আগে গত ২০ ফেব্রুয়ারি ডিএসইতে ৭৭০ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল। তবে বুধবারের লেনদেন বৃদ্ধির ধারা অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অব্যাহত ছিল।

বিজ্ঞাপন

বুধবার ডিএসইতে আর্থিক লেনদেনে পাশাপাশি বেড়েছে শেয়ার লেনদেনও। সেইসঙ্গে বেড়েছে প্রধান সূচক। দিনশেষে ডিএসই‘র প্রধান সূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩০৭ পয়েন্টে উন্নীত হয়েছে। এটি গত ৫ মার্চের পর একদিনে সূচকের সর্বোচ্চ অবস্থান। এদিন ডিএসইতে ৩৫২টি প্রতিষ্ঠানের ২৭ কোটি ৮৬ লাখ ৬১ হাজার ২৯২টির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ১২৩টির এবং ৭৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩০৭ পয়েন্টে উন্নীত হয়। আর ডিএসইর শরিয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ৯৯৭ এবং ১ হাজার ৪৫২ পয়েন্টে গিয়ে দাঁড়ায়। দিনশেষে ডিএসইতে ৭১৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

অন্যদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ২৬৪ প্রতিষ্ঠানের ৮৭ লাখ ৪২ হাজার ১২৪টি শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব প্রতিষ্ঠানের শেষয়ারের মধ্যে দাম বেড়েছে ১১৩ টির, কমেছে ৯০টির এবং ৬১টি শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। দিনশেষে সিএসই‘র সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৪৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২৩০ পয়েন্টে উন্নীত হয়। দিনশেষে সিএসইতে ১৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন