বিজ্ঞাপন

বৈরুত বিস্ফোরণে মন কাঁদছে মুশফিক-কোহলিদের

August 6, 2020 | 12:01 am

স্পোর্টস ডেস্ক

লেবাননে শোকের ছায়া। এমনিতেই দেশটির অর্থনীতি ধুঁকছিল। তার ওপর করোনাভাইরাসের হানায় কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর মধ্যেই গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল। কী ভয়ংকর এক বিস্ফোরণ! বিস্ফোরণের ধাক্কায় রিখটার স্কেলে ৩.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে বৈরুতে। লেবানন সরকারের হিসেব মতে, নিহতের সংখ্যা শতক ছাড়িয়েছে। আহত হয়েছেন ৪ হাজারেরও বেশি মানুষ। ধারণ করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়বে। শত শত মানুষ প্রিয়জনদের খোঁজে নেমে পড়েছে। দেশটির কঠিন এই পরিস্থিতিতে কার না মন কাঁদছে! মন কাঁদছে ক্রিকেটারদেরও।

বিজ্ঞাপন

বাংলাদেশের মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ থেকে শুরু করে ভারতের বিরাট কোহলি, যুবরাজ সিংরা লেবাননের জন্য প্রার্থণা করতে বলেছেন। মুশফিকুর রহিম ফেসবুকে লিখেছেন, ‘ঘুম থেকে উঠেই কী ভয়ংকর খবর পেলাম! প্লিজ বৈরুতের জন্য সবাই প্রার্থনা করুন। আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন।’

অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ লিখেছেন, ‘হায় আল্লাহ! সকালে এই ভয়ংকর খবরটা দেখে অনেক কষ্ট পেয়েছি, স্তম্ভিত হয়ে গেছি। প্লিজ লেবাননের জন্য সবাই প্রার্থনা করুন।’ তরুণ তারকা ব্যাটসম্যান লিটন দাস লিখেছেন, ‘বৈরুতে বিধ্বংসী বিস্ফোরণে যাঁরা আহত হয়েছেন, সবার নিরাপদ ও দ্রুত আরোগ্য কামনা করছি। লেবাননের জন্য সবাই প্রার্থনা করুন।’

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, ‘হৃদয়বিদারক। স্তম্ভিত হয়ে গেছি। লেবাননের মানুষের কথা ভাবছি, তাঁদের জন্য প্রার্থনা করছি।’ ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার যুবরাজ সিং লিখেন, ‘বৈরুতের যে ভিডিও দেখছি, সেটা ভীষণ কষ্ট দিচ্ছে। হৃদয়বিদারক। সেখানের মানুষকে কী দৃশ্য দেখতে হচ্ছে, কীসের মধ্য দিয়ে তাঁরা যাচ্ছেন, সেটা ভাবতেও পারছি না। যাঁরা প্রাণ হারিয়েছেন, যাঁরা আহত হয়েছেন, সবার জন্য প্রার্থনা করছি। ২০২০ সালটা আসলেই আমাদের ধসিয়ে দিচ্ছে। আমাদের এই বিশ্বটার সুস্থ হয়ে ওঠা দরকার।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন