বিজ্ঞাপন

শান মাসুদের ব্যাটে তিনশ পেরিয়ে পাকিস্তান

August 7, 2020 | 12:19 am

স্পোর্টস ডেস্ক

গতকাল বৃষ্টি বিঘ্নিত ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনে শান মাসুদ ছিলেন পার্শ্বনায়ক। দুর্দান্ত এক ইনিংস খেলা বাবর আজমের ছায়া হয়ে ছিলেন তিনি। আজকের দিনটা ভালো কাটেনি বাবরের। প্রথম বলেই আউট হয়েছেন পাকিস্তানি তরুণ। শান মাসুদ তারপর নায়ক হয়ে হাজির। ৩০ বছর বয়সী ওপেনারের ব্যাটে তিনশ ছাড়িয়েছে পাকিস্তানের প্রথম ইনিংস। গুটিয়ে যাওয়ার আগে ৩২৬ রান তুলেছে সফরকারীরা।

বিজ্ঞাপন

দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। আগের দিন দুর্দান্ত ক্রিকেট খেলা বাবর আজম ফিরেছেন প্রথম ওভারেই। জেমস অ্যান্ডারসনের অফ স্প্যাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে স্লিপে ধরা পড়েছেন আগের দিনের ৬৯ রানেই। এরপর আসাদ শফিক ও মোহাম্মদ রিজওয়ানও বেশিদূর এগুতে পারেননি। স্টুয়ার্ট ব্রডের বলে বেন স্টোকসকে ক্যাচ দিয়েছেন শফিক। ক্রিস ওকসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন রিজওয়ান। তবে একপ্রান্তে শান মাসুদ অবিচলই ছিলেন।

প্রথম দিন ধীর গতিতে নিজের সহজাত খেলাটা খেলছিলেন মাসুদ। আজ দ্বিতীয় দিনে পাকিস্তান যখন টপাটপ উইকেট হারাচ্ছিল মাসুদ তখন খোলস ছেড়ে বেড়িয়েছেন। শেষ দিকে ওয়ানডে মেজাজে খেলেছেন পাকিস্তানি ওপেনার।

গতকাল ইনিংসের সূচনা করতে নামা মাসুদ আজ ফিরেছেন দলের নবম ব্যাটসম্যান হিসেবে। ফেরার আগে খেলেছেন ২১ টেস্টের ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস। পাকিস্তানের ইনিংসের প্রায় অর্ধেক রানই এসেছে তার ব্যাট থেকে। ১৫১ রান করে ফিরেছেন পাকিস্তানি ওপেনার। ৩১৯ বলের তার দুর্দান্ত ইনিংসটি ১৮টি চার ২টি ছক্কায় সাজানো। গত ২৪ বছরের মধ্যে ইংল্যান্ডের মাটিতে প্রথম পাকিস্তানি ওপেনার হিসেবে দুইশর বেশি বল খেলতে পারলেন মাসুদ।

বিজ্ঞাপন

আজ ম্যাচের দ্বিতীয় দিনে পাকিস্তানের হয়ে দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন কেবল স্পিনার শাদাব খান। সাতে নেমে ৭৯ বলে ৩ চারে ৪৫ রান করেছেন শাদাব। ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন জোফরা আর্চার ও স্টুয়ার্ট ব্রড। দুই উইকেট নিয়েছেন ক্রিস ওকস।

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন