বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে কমছে বন্যার পানি

August 8, 2020 | 6:49 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে কমমে শুরু করেছে বন্যার পানি। শনিবার (৮ আগস্ট) সকাল ৬টায় মুন্সীগঞ্জের পদ্মা নদীর ভাগ্যকূল পয়েন্টে ৬ দশমিক ৫৩ মিটার উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। যা বিপৎসীমার ২৩ সেন্টিমিটার উপরে। এদিকে মাওয়া পয়েন্টে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

সরকারি হিসাবে, মুন্সীগঞ্জ সদর, টংগিবাড়ী, শ্রীনগর, গজারিয়া ও লৌহজং উপজেলার ২৯টি ইউনিয়নের ১৮৯টি গ্রাম প্লাবিত হয়েছে। এরমধ্যে, লৌহজং উপজেলার ৪৯টি গ্রাম, শ্রীনগর উপজেলার ৬৮টি গ্রাম, টংগিবাড়ী উপজেলার ৪২টি গ্রাম, সদর উপজেলার ২৪টি গ্রাম ও গজারিয়া উপজেলার ছয়টি গ্রাম প্লাবিত।

ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার প্রায় ৪০ হাজারের বেশি পরিবার। ৬০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস বুলবুল জানান, জেলায় ২৪৭ মেট্রিকটন চাল, জিআর ক্যাশ ৩ লাখ টাকা, শিশু খাদ্য ২ লাখ টাকার, গো খাদ্য ৫ লাখ টাকার এবং ৪ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআই

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন