বিজ্ঞাপন

আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন: পররাষ্ট্রমন্ত্রী

August 8, 2020 | 8:17 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

মেহেরপুর: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমাদের বিজয় ভারতের বিজয়; আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। সুতরাং এইভাবে আমরা সবাই মিলে যৌথভাবে কাজ করবো। আমাদের এখন এতো ভালো সম্পর্ক যে, আগামী বছর ভারতের সাথে সম্পর্কের ৫০ বছর পূর্তি উৎসব করবো।

বিজ্ঞাপন

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের সম্পর্ক ভারতের সাথে যেটা ঐতিহাসিক, যেটা আমাদের রক্তের সাথে সম্পর্কিত। চীনের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক, আমাদের সাথে তারা বিভিন্ন প্রজেক্টে কাজ করছে। এইগুলোর মধ্যে কোনো তুলনা করার প্রয়োজন নেই। সবার সাথেই আমাদের ভালো সম্পর্ক।’

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে নিয়ে আসার কথা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এই মুজিব বর্ষেই বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে আইনের সম্মুখীন করতে জোর চেষ্টা চলছে, এটা আমাদের প্রত্যাশা। পাঁচজন খুনি যারা এখনও জীবিত আছে, এরমধ্যে দুইজনের খবর আমরা ঠিক জানি। একজন আমেরিকা ও আরেকজন কানাডায়। এদের আমরা স্বদেশে ফিরিয়ে আনার বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। একজনকে আমরা ইন্ডিয়া থেকে এনে আইনের সম্মুখীন করেছি। আশা করছি এবছরই আরেকজনকে আনতে পারব।’

বিজ্ঞাপন

এসময় জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান, পুলিশ সুপার মুরাদ আলী, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম শাহিন, মেহেরপুরের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টচার্য ও অধ্যাপক হাসানুজ্জামান মালেকসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

পরে পররাষ্ট্রমন্ত্রী মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন