বিজ্ঞাপন

পুঁজিবাজারে সূচকের বড় উত্থান, লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি

August 9, 2020 | 4:02 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: পুঁজিবাজারের সূচকে বড় ধরনের উত্থান হয়েছে। রোববার (৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮০ পয়েন্ট বা চার দশমিক ১৩ শতাংশ বেড়েছে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইর প্রধান সূচকটি চালু হওয়ার পর এদিন একদিনে দ্বিতীয় সর্বোচ্চ উত্থান হয়েছে। এর গত ১৯ জানুয়ারি ইতিহাসের সর্বোচ্চ ২৩২ পয়েন্ট উত্থান হয়েছিল। এছাড়া চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি তৃতীয় সর্বোচ্চ ১৬৯ পয়েন্ট বেড়েছিল।

বিজ্ঞাপন

এদিকে রোববার ডিএসইতে আর্থিক লেনদেন ১ হাজার কোটি টাকা ছাড়িযেছে। এদিন ডিএসইতে ১ হাজার ১২৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এটি গত দেড় বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ আর্থিক লেনদেন। এর আগে ২০১৯ সালের ২৭ জানুয়ারি ডিএসইতে ১ হাজার ১৯৮ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছি। ওইদিনের পর আজ ডিএসইতে সবচেয়ে বেশি আর্থিক লেনদেন হয়। লেনদেন বৃদ্ধির এই ধারা অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অব্যাহত ছিল।

অন্যদিকে এদিন ডিএসইতে ৩৫২টি প্রতিষ্ঠানের ৪৩ কোটি ৬ লাখ ২৮ হাজার ৫৪২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২৯০টির, কমেছে ৪২টির এবং ২০টি শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৫৪ পয়েন্টে উন্নীত হয়। যা গত ২৫ ফেব্রিুয়ারির পর একদিনে ডিএসইতে সূচকের সর্বোচ্চ অবস্থান। এদিন ডিএসইর শরিয়াহ সূচক ৪৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৪০ পয়েন্টে উন্নীত হয়। দিনশেষে ডিএসইতে ১ হাজার কোটি ১২৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

বিজ্ঞাপন

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৭৪টি প্রতিষ্ঠানের ১ কোটি ৫৬ লাখ ৭৩ হাজার ৭২০টি শেয়ার ও মিউচুয্যাল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব প্রতিষ্ঠানের শেষার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২০৭টির, কমেছে ৩০টির এবং ৩৭টি শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। দিনশেষে সিএসইর সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৪৮১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮৮২ পয়েন্টে উন্নীত হয়। দিনশেষে সিএসইতে ২৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

সারাবাংলা/জিএস/এমআই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন