বিজ্ঞাপন

‘বেসরকারি হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে অভিযান বন্ধ হবে না’

August 9, 2020 | 6:36 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের বেসরকারি হাসপাতালগুলোতে অনিয়ম বন্ধে যে অভিযান শুরু হয়েছে তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান। তিনি বলেন, ‘কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পেলে টাস্কফোর্সের সদস্যরা অভিযান চালাবে।’

বিজ্ঞাপন

রোববার (৯ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) প্রতিনিধি এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বাস্থ্যসচিব বলেন, ‘মানুষ যাতে তাদের অভিযোগ জানাতে পারে সেজন্য আমরা হটলাইন নম্বর চালুর বিষয়ে চিন্তা করছি।’

এদিকে, আগামী ২৩ আগস্টের মধ্যে দেশের সকল বেসরকারি হাসপাতালের তথ্য সংগ্রহ করবে স্বাস্থ্য অধিদফতর। তথ্য সংগ্রহ শেষ হলে লাইসেন্স নবায়নের সময়সীমা ঠিক করে দেওয়া হবে। এই নিয়মের মধ্যে থেকে যারা লাইসেন্স নবায়ন করবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন