August 10, 2020 | 12:49 pm
এন্টারটেইনমেন্ট ডেস্ক
সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর বলিউড সিনে পাড়ায় স্বজনপ্রীতি নিয়ে চলছে একের পর এক আক্রমণ। বলা যায় এখন দুই ভাগে বিভক্ত বলিউডের অনুসারীরা। কুৎসিত মন্তব্য আর সমালোচনার তীর ছুড়ছেন ‘স্টার কিড’দের প্রতি। তাই একজন ‘স্টার কিড’ হিসেবে অনেকের সঙ্গেই একই ভাবে সমালোচনার শিকার হতে হচ্ছে শ্রীদেবী ও বনি কাপুর কন্যা জাহ্নবী কাপুরকেও।
বলা যায় হিন্দি সিনেমায় যাত্রা শুরুর পর থেকেই সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে জাহ্নবীকে। কিন্তু সেই সমালোচনাকে গুরুত্ব দিচ্ছেন তিনি। বললেন, ‘মানুষের আবেগ, মতামত, তাঁরা কী বলছেন, সেটা আমার কাছে সব সময়ে গুরুত্বপূর্ণ।’
সমালোচনাকে সহজ ভাবেই নিতে চান জাহ্নবী। স্বজনপ্রীতির বিষয়টিকে স্বীকার করে ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে জাহ্নবী বললেন, ‘এই পরিস্থিতিতে একটা কথাই বুঝতে পারলাম। যতক্ষণ না আমি অসাধারণ কিছু করছি, ততক্ষণ দর্শক আমাকে গ্রহণ করবেন না। এটা ঠিক যে, আমি অন্যদের তুলনায় অনেক সহজেই সুযোগ পেয়ে গিয়েছি। তাই পরিশ্রম করে নিজেকে প্রমাণ করার দরকার হলে তা করতে রাজি আমি। দর্শকের ভালবাসার চেয়ে বড় কিছু হয় না। তারা আমার মা-বাবাকে ভালবেসেছেন বলেই আজ এই জায়গায় আমি দাঁড়িয়ে। তাই তাদের প্রত্যাশা পূরণ করাও আমার কর্তব্য।’
এদিকে ১২ অগস্ট ডিজিটাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে জাহ্নবী কাপুরের আসন্ন ছবি ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’। ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখেই মুক্তি পেতে চলেছে দেশাত্মবোধক ভাবনায় ভরপুর এই ছবি- যেখানে শ্রীদেবী কন্যার দেখা মিলবে একজন পাইলট হিসেবে।
সারাবাংলা/এএসজি