বিজ্ঞাপন

‘ডিসেম্বরের মধ্যেই ডিএসসিসি এলাকার তারের জঞ্জাল উচ্ছেদ করা হবে’

August 10, 2020 | 7:50 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: আগামী ডিসেম্বরের মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার তারের জঞ্জাল উচ্ছেদের মাধ্যমে শহরকে মুক্ত করা হবে বলে জানিয়েছেন মেয়র ব্যরিস্টার শেখ ফজলে নূর তাপস। সোমবার (১০ আগস্ট) দুপুরে পুরান ঢাকার লক্ষ্মীবাজারের মহানগর মহিলা কলেজের গভর্নিং বডির সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বিজ্ঞাপন

এর আগে তিনি কলেজে মুজিব কর্নারের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

মেয়র শেখ তাপস বলেন, “আমরা বহির্বিশ্বে গিয়ে দেখি, আকাশে কোনো বাধা নেই। যখন দেশে আসি তখন দেখি বাধা আর বাধা, তারের জঞ্জাল। বহির্বিশ্বে গিয়ে আমরা সৌন্দর্য উপভোগ করে বলি ‘আহা, কি সুন্দর! দেশে এসে বলি- এত কেন বাধা উপরে, নিচেও আবর্জনা! তাই আমরাও বর্জ্যের আর্বজনা, উপরের দিকের তারের আবর্জনাও পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের লক্ষ্য আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা শহরকে তারের জঞ্জালমুক্ত করা।’

ঢাকাবাসীর কাছে আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘আপনারা দিনের বেলায় রাস্তায় উন্মুক্ত স্থানে কোনো বর্জ্য ফেলবেন না। পরবর্তীতে আমরা সেটা পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো। ৭৫টি ওয়ার্ডে ৭৫টি বর্জ্য সংরক্ষণকারীকে আমরা নতুন করে নিবন্ধন দিয়েছি, নিয়োগ দিয়েছি। তারা ঈদুল আজহার পর থেকে কার্যক্রম শুরু করেছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচ/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন