বিজ্ঞাপন

আমেরিকার নাগরিকত্ব ছাড়ছেন ‘ট্রাম্পে অতিষ্ঠ ‘ জনগণ

August 10, 2020 | 8:36 pm

আন্তর্জাতিক ডেস্ক

রেকর্ড সংখ্যক মানুষ নিজেদের মার্কিন নাগরিকত্ব ছাড়ছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া নানা নীতি ও কর্মকাণ্ডে  অতিষ্ঠ হয়েই মূলত তারা এমন সিদ্ধান্ত নিচ্ছেন। সম্প্রতি বামব্রিজ অ্যাকাউন্টেন্ট নামক এক প্রতিষ্ঠানের গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন

মার্কিন নাগরিকত্ব যারা ছাড়ছেন তাদের তালিকা প্রতি তিন মাস পর পর প্রকাশ করে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট দফতর। এসব তালিকার উপর ভিত্তি করেই বামব্রিজ অ্যাকাউন্টেন্ট এ গবেষণাটি চালায়।

রোববার (৯ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, এ বছরের ছয় মাসে পাঁচ হাজার ৮০০ মার্কিন নাগরিক নাগরিকত্ব ছেড়েছেন। যদিও এর আগে ২০১৯ সালে পুরো এক বছরে দুই হাজার ৭২ জন মার্কিন নাগরিকত্ব ছেড়েছিলেন।

বামব্রিজ অ্যাকাউন্টেন্টের অন্যতম প্রতিষ্ঠাতা অ্যালিস্টেয়ার বামব্রিজ বলেন, নাগরিকত্ব ছাড়ার প্রধান কারণ হলো যারা ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ছেড়েছেন তারা ভাবছেন সেখানে সবকিছুই যথেষ্ট আছে। তারা করোনাভাইরাস পরিস্থিতি ও নানা অর্থনৈতিক ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি ও কর্মকাণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা হারিয়ে ফেলছেন। এছাড়া মার্কিন কর নীতিও একটি বড় কারণ।

বিজ্ঞাপন

বামব্রিজ অ্যাকাউন্টেন্ট জানায়, যেসব মার্কিন নাগরিক বিদেশে অবস্থান করছেন তাদেরও প্রতিবছর ট্যাক্স রিটার্ন দাখিল করতে হয়। বিদেশে তাদের ব্যবসা সংক্রান্ত সব হালনাগাদ তথ্যও জমা দিতে হয় যুক্তরাষ্ট্রে। ফলে নাগরিকত্ব ছেড়ে দেওয়ার পথই বেছে নিচ্ছেন তারা।

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন