বিজ্ঞাপন

গাফিলতি পেলে ঠিকাদারকে কালো তালিকাভুক্তির নির্দেশ চসিক প্রশাসকের

August 10, 2020 | 9:01 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উন্নয়ন কাজে অনিয়ম ও গাফিলতির প্রমাণ পেলে লাইসেন্স বাতিলের পাশাপাশি ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রশাসক খোরশেদ আলম সুজন।

বিজ্ঞাপন

সোমবার (১০ আগস্ট) দুপুরে নগরীর টাইগারপাসে চসিক কার্যালয়ে প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রশাসক এ নির্দেশনা দিয়েছে।

চসিক প্রকৌশলীদের সার্বক্ষণিকভাবে মাঠে থেকে উন্নয়নকাজ তদারকির নির্দেশনা দিয়ে সুজন বলেন, ‘চলমান উন্নয়ন কাজের গতি বাড়াতে প্রকৌশলীদের মাঠে থাকতে হবে। মাঠে থেকেই কাজ আদায় করে নিতে হবে। ঠিকাদাররা সঠিকভাবে কাজ করছেন কি না, গুণগত মান শতভাগ নিশ্চিত হচ্ছে কি না— এগুলো মাঠে থেকেই বুঝে নিতে হবে। খেয়াল রাখতে হবে, কার্যাদেশে কাজ শেষ করার জন্য যে সময় নির্ধারিত আছে, সেই সময়ের মধ্যে ঠিকাদার কাজ শেষ করছেন কি না।’

‘এক্ষেত্রে কোনো অনিয়ম কিংবা গাফিলতি করলে সাথে সাথে ঠিকাদারের লাইসেন্স বাতিল করতে হবে। সাথে সাথে ঠিকাদারকে তালিকাভুক্ত করতে হবে,’— বলেন পাঁচ দিন আগে দায়িত্ব নেওয়া চসিক প্রশাসক।

বিজ্ঞাপন

নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর সংস্কারে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়ে তিনি প্রকৌশলীদের উদ্দেশে বলেন, ‘নগরের উন্নয়নে আপনাদের অবদান সবচেয়ে বেশি। নিজের মধ্যে অপরাধবোধ হবে— এমন কোনো কাজ করবেন না। দায়িত্ব পালনে বাধা আসতে পারে, আমাকে জানাবেন, আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে। তবে নাগরিক সেবা দিতে গিয়ে যদি কেউ অনিয়মে জড়িয়ে পড়েন, ক্ষমা করা হবে না। জবাবদিহি করতে হবে। ভুলভ্রান্তি সংশোধন করে কাজ করে যেতে হবে।’

সড়ক দখলমুক্ত করার তাগিদ দিয়ে চসিক প্রশাসক বলেন, ‘যেসব সড়কে অবৈধ স্থাপনা, ট্রাক, বাসস্ট্যান্ড আছে, সেগুলো উচ্ছেদ করতে হবে। একইসঙ্গে আর্থিক জরিমানাও করতে হবে। নতুন প্রকল্প নিতে হবে। সিডিএ, ওয়াসা, পিডিবিসহ সেবা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে চট্টগ্রাম সিটি করপোরেশন।’

বৈঠকে চসিক প্রধান প্রকৌশলী লে.কর্নেল সোহেল আহমদ, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবু সালেহ, কামরুল ইসলাম, আনোয়ার হোছাইন, মুনিরুল হুদা, সুদীপ বসাক, ঝুলন কুমার দাশ, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, আবু সাদাত মোহাম্মদ তৈয়ব, অসীম বড়ুয়া, জসিম উদ্দিন, বিপ্লব বড়ুয়া ও সহকারী প্রকৌশলী আশিকুল ইসলাম ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/টিআর

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন