বিজ্ঞাপন

নাম বদলে গেলো এবিএম সুমনের!

August 12, 2020 | 3:38 pm

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

তরুণ প্রজন্মের নায়ক এবিএম সুমন সম্প্রতি মধুর এক বিড়াম্বনায় পড়েছেন। ফেসবুক কর্তৃপক্ষ তার আইডির নাম পরিবর্তন করে দিয়েছে। নতুন নাম ‘এবিএম আজফার উজ্জামান’। কেনো এই পরিবর্তন?

বিজ্ঞাপন

সুমন সারাবাংলাকে বলেন, ‘কে বা কারা আমার ফেসবুক আইডিতে রিপোর্ট করেছে। তাই ফেসবুক আমাকে কিছু দিন আগে একটা মেসেজ দেয়— এটা যে তোমার আইডি তা প্রমাণ করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দাও। তারা আমাকে দুসপ্তাহ সময় দিয়েছিলো। আমি ওই সময় খুব একটা গুরুত্ব দিই না। একটা সময়ে তা ভুলেও গিয়েছিলাম। কিন্তু হুট করে দু-একদিন আগে তারা আমার আইডি অটো লগআউট করে দেয়।’

‘এরপর তারা আবার আমার কাছে কাগজপত্র চায় এবং বলে প্রমাণ না দিলে আর আইডিতে লগইন করতে পারবো না। এরপর তাদেরকে কাগজপত্র দিই, তারা আমার পাসপোর্ট অনুযায়ী নাম পরিবর্তন করে দিয়েছে।’

সুমন জানান, বর্তমান নামটি তার সার্টিফিকেট নাম। মূল নামের এবিএম এবং ডাক নাম সুমন মিলিয়ে তিনি এবিএম সুমন নামে সর্বত্র পরিচিত। কিন্তু ফেসবুক তাকে বলেছে, তার দেওয়া কাগজপত্র অনুযায়ী আইডির নাম ব্যবহার করতে হবে। কোন পরিবর্তন করা যাবে না।

বিজ্ঞাপন

এবিএম সুমন চুক্তিবদ্ধ হয়ে আছেন ‘মাসুদ রানা’ ও ‘হৃদিতা’ ছবি দুটি। করোনাভাইরাসের প্রকোপ কমলেই ছবিগুলোর শুটিং শুরু হবে।

সারাবাংলা/এজেডএস/

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন