বিজ্ঞাপন

‘ড্রাইভ ইন মুভি শো’র জগতে বাংলাদেশ

August 14, 2020 | 2:18 pm

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

পশ্চিমা বিশ্বে ‘ড্রাইভ ইন মুভি শো’ বেশ জনপ্রিয় মাধ্যম। বিশাল মাঠের মধ্যে বড় পর্দায় ছবি দেখা, কিন্তু তা গাড়িতে বসে। টিকেট হয় গাড়ি প্রতি। গাড়ির মালিকরা কাজ শেষ করে গাড়ি নিয়ে চলে আসেন মাঠে। এ পদ্ধতিতে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার ছবি চললেও বাংলা ছবি কখনো প্রর্দশিত হয়নি। রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’ দিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে ঘটতে যাচ্ছে প্রথমবারের মতো বাংলা ছবির ‘ড্রাইভ ইন মুভি শো’।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় শোটি অনুষ্ঠিত হবে। এর আয়োজক বাংলা ড্রাইভ ইন মুভিস (বিডিএম)। যার অন্যতম উদ্যোক্ততা হিসেবে রয়েছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত পরিচালক দীপংকর দীপন।

‘পোড়ামন ২’ ছবিটি বাংলাদেশের অমর নায়ক সালমান শাহর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত হয়েছিলো। তাই এর ‘ড্রাইভ ইন মুভি’র প্রথম শোটিও তাকে উৎসর্গ করা হয়েছে।

বাংলাদেশের ছবির গানের ৬০ বছরের ঐতিহ্য নিয়ে শুক্রবারের শোয়ে একটি ২১ মিনিটের মিউজিক্যাল ডকুমেন্টারি প্রদর্শিত হবে। এটি তৈরি করেছেন দীপংকর দীপন, আফফান মিতুল ও মোস্তফা মেনন।

বিজ্ঞাপন

পুরো আয়োজনকে ভিডিও বার্তার মাধ্যমে স্বাগত জানিয়েছেন রিয়াজ, ফজলুর রহমান বাবু, সিয়াম আহমেদ, পূজা চেরী, রায়হান রাফি, ইমরান, তাসকিন রহমান, এবিএম সুমন।

চলচ্চিত্র পরিচালক দীপংকর দীপন, সিডনির আইটি ব্যবসায়ী ওয়াহিদ সিদ্দিকী আর ফিন্যানশিয়াল প্ল্যানার আকাশ আহসান গত ২৭ জুলাই অনলাইন প্রেস কনফারেন্সের মাধ্যমে বিডিএমের যাত্রা শুরু করে। ছয় মাসের প্রস্তুতিতে আয়োজনটি হচ্ছে। সিডনি প্রবাসী সালমিন সুলতানা ও সাব্বির আহমেদে পুরো আয়োজনটি সহযোগীতা করেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস/

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন