বিজ্ঞাপন

ভীত নন ফিরমিনো, শঙ্কিত নয় লিভারপুল

March 9, 2018 | 2:47 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

তিন সপ্তাহ আগে পর্তুগালেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট অনেকটাই নিশ্চিত করেছিল ইংলিশ ক্লাব লিভারপুল। পোর্তোর ঘরের মাঠে তাদেরই ৫-০ গোলে উড়িয়ে দিয়ে এসেছিল জার্গেন ক্লপের শিষ্যরা। দ্বিতীয় লেগে অবশ্য জিততে পারেনি অলরেডসরা। তবে, দুই লেগ মিলিয়ে একই ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে ওঠে ইংলিশ ক্লাবটি।

এই মৌসুমে ২২ গোল করা ব্রাজিল তারকা রবার্তো ফিরমিনোর মতে, শেষ আটে কোনো দলই লিভারপুলকে ভয় দেখাতে পারবে না। পাঁচবারের সাবেক চ্যাম্পিয়নদের এবারই ভালো সুযোগ ষষ্ঠবারের মতো নিজেদের ঘরে শিরোপা নিয়ে যাওয়ার।

বিজ্ঞাপন

২০০৯ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে উঠেছে লিভারপুল। ৯ বছর পর টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ওঠায় শেষ আটের প্রতিপক্ষ নিয়ে কোনো ভয়ভীতি নেই অলরেডসদের। ফিরমিনোর চোখে ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন।

২০০৫ সালের চ্যাম্পিয়নরা এবার যে কোনো দলের বিপক্ষেই লড়তে প্রস্তুত বলে জানান ফিরমিনো। শেষ আটে ওঠার অপেক্ষায় রয়েছে ইংলিশ ক্লাব চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড। ওঠে গেছে ম্যানচেস্টার সিটি। ১৬ মার্চ শেষ আটের ড্র অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

ব্রাজিল তারকা ফিরমিনো আসন্ন ড্র আর শেষ আটের প্রতিপক্ষ নিয়ে কথা বলতে গিয়ে জানান, ‘ইংলিশ কোনো ক্লাবের বিপক্ষে লড়তে হলে সেটা মন্দ হবে না। গত কয়েকটি মৌসুমে আমরা দেখিয়েছি সব ইংলিশ ক্লাবকে আমরা হারাতে পারি। ড্রতে আমরা কাউকে ভয় পাই না। প্রতিপক্ষ কে হবে সেটা নিয়ে আমরা মোটেই শঙ্কা করছি না।’

এবারের লিগে বার্সা-রিয়াল-বায়ার্ন-জুভেন্টাসও সমান শক্তিশালী, তবে লিভারপুলের কোনো মাথা ব্যথা নেই স্পেন কিংবা ইউরোপিয়ান ক্লাবগুলোকে নিয়ে। ফিরমিনো যোগ করেন, ‘আগেই বলেছি প্রতিপক্ষ কে সেটা নিয়ে আমরা শঙ্কিত নই। শীর্ষ কোনো স্প্যানিশ ক্লাব? আমরা ভয় পাই না। নির্দিষ্ট কোনো দলের জন্য আমাদের ভয় নেই। এই সময়ে এসে কাউকে ভয় পাওয়া উচিতও নয়। বড় স্প্যানিশ দলগুলোর সমকক্ষ আমরা। এখনও অনেক পথ বাকি, লিভারপুল শিরোপার জন্য লড়বে, কারণ আমরা এটি জিততে চাই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন