বিজ্ঞাপন

বোনের করোনা সংক্রমণের জন্য যাদের দায়ী করলেন শেরন স্টোন

August 17, 2020 | 8:31 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

মার্কিন অভিনেত্রী শেরন স্টোনের বোন ক্যালি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বোনের করোনায় আক্রান্তের জন্য এই অভিনেত্রী দায়ী করেছেন সেই সব লোকদের যারা কিনা এই মহামারির সময়ে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মাস্ক ছাড়াই চলাফেরা করছেন।

বিজ্ঞাপন

শেরন স্টোন তার বোনের করোনাভাইরাস আক্রান্তের খবর ইনস্টাগ্রামে পোস্ট করে জানান, আমার বোন করোনাভাইরাসে আক্রান্ত। মাস্ক ছাড়া চলাফেরা করেন এমন কেউই এজন্য দায়ী।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার একটি ছবি প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, ক্যালি এর আগে অন্য রোগে আক্রান্ত থাকায় তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম। এখন সে একটি শ্বাস নিতে লড়াই করছে। শেরন স্টোন অভিযোগ করেন, এই অবস্থার জন্য দায়ী আপনাদেরই কেউ যারা মাস্ক ছাড়া চলাফেরা করেন। গত কয়েকদিনে সে শুধু ফার্মেসি ছাড়া অন্য কোথায়ও যায়নি। কেননা ক্যালি আগে থেকেই লুপাস রোগে আক্রান্ত।

শেরন স্টোন সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, দয়া করে সবাই নিজের ও অন্যের নিরাপত্তার জন্য মাস্ক পরুন।

বিজ্ঞাপন

এদিকে সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫ লাখেরও বেশি মানুষ। এ পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক লাখ ৭৩ হাজারের বেশি।

সারাবাংলা/আইই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন