বিজ্ঞাপন

বৈমানিকদের ঝুঁকি ভাতা বাড়ানোর সুপারিশ

August 20, 2020 | 11:32 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বেসামরিক প্রশাসনের সঙ্গে মিল রেখে বৈমানিকদের ঝুঁকি ভাতা বাড়ানোর সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এজন্য সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রস্তাবের আলোকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে কমিটির বৈঠকে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া। বৈঠকে কমিটির সদস্য মো. ফারুক খান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মো. মোতাহার হোসেন, নাজমুল হাসান, মো. নাসির উদ্দিন, মো. মহিববুর রহমান ও নাহিদ ইজাহার খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় ২০১৯-২০২০ অর্থবছরে সমাপ্ত চারটি উন্নয়ন প্রকল্পের কাজ নিয়ে বৈঠকে সন্তোষ প্রকাশ করা হয়। এছাড়া ২০২০-২১ অর্থবছরে চলমান ২৩টি উন্নয়ন প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে সমাপ্ত করার সুপারিশ করা হয়।

বিজ্ঞাপন

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন