বিজ্ঞাপন

কতো টাকা পাবেন চ্যাম্পিয়নস লিগ জয়ীরা?

August 23, 2020 | 8:19 pm

স্পোর্টস ডেস্ক

মঞ্চ প্রস্তুত। শেষ হচ্ছে অপেক্ষার পালা। বাংলাদেশ সময় আজ রাত ১টায় উয়েফা চ্যাম্পিয়সন লিগের ফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও পিএসজি। কে জিতবে স্বপ্নের ফাইনাল?

বিজ্ঞাপন

এই প্রশ্নের উত্তর এখনই বলা সম্ভব নয়। ইতিহাস, ঐতিহ্যে অনেক এগিয়ে বায়ার্ন মিউনিখ। দশবার ফাইনাল খেলে পাঁচবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে জার্মানির ক্লাবটি। অপর দিকে পিএসজি এবারই প্রথম ফাইনালে উঠল। মাঠের ফুটবলেও বায়ার্নকে এগিয়ে রাখছেন অনেকে।

রবার্ট লেভাডফস্কি, থমাস মুলারদের বায়ার্ন পুরো মৌসুমেই প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে এগিয়েছে। সেমিফাইনালে বার্সেলোনার জালে আট গোল দিয়েছে বায়ার্ন। তবে নেইমার, কিলিয়ান এমবাপে, অ্যাঞ্জেলো ডি মারিয়াদের নিয়ে গড়া পিএসজির পক্ষেও বাজি ধরছেন অনেকেই। শেষ হাসি কারা হাঁসবেন জানা যাবে রাতে।

এখন চলুন চ্যাম্পিয়নস লিগের প্রাইজমানি জেনে নেওয়া যাক। ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্টের ফাইনালে উঠা দুই দলই পাবে মোটা অঙ্কের প্রাইজমানি। আজ ফাইনালে জয়ী দল প্রাইজমানি হিসেবে পাবে ১৯ মিলিয়ন ইউরো। বাংলাদেশ মুদ্রায় অঙ্কটা ১৯০ কোটি টাকা! ফাইনালে হারা দল অর্থাৎ রানারআপ দল পাবে ১৫ মিলিয়ন ইউরো। টাকার অঙ্কে যেটা ১৫০ কোটি টাকা।

বিজ্ঞাপন

বাকি দলগুলো ব্যাংক অ্যাকাউন্টও ফুলে ফেঁপে উঠবে। সেমিফাইনাল খেলা দলগুলো পাবে ১২ মিলিয়ন ইউরো করে। কোয়ার্টার ফাইনাল খেলা দলগুলো পাবে সাড়ে ১০ মিলিয়ন ইউরো করে। শেষ ষোলোতে উঠা দলগুলো পাবে সাড়ে ৯ মিলিয়ন ইউরো করে। গ্রুপ স্টেজে জয়ী দল পাবে ২.৭ মিলিয়ন ইউরো, গ্রু স্টেজে ড্র করা দল পাবে ৯০০০০০ ইউরো, গ্রুপ স্টেজে নাম লেখা সব দল পাবে ১৫.২০ মিলিয়ন ইউরো করে।

ধরা যাক, পিএসজি ফাইনাল জিতল। তাহলে প্রতি স্টেপের প্রাইজমানি ধরলে সম্ভাব্য ৮২.৪৫ মিলিয়ন ইউরো আয় করতে পারে দলটি। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ৮২৫ কোটি টাকা! এতো গেল জয়-পরাজয় থেকে পাওয়া হিসেব। এর বাইরেও অনেক আয় করবে ক্লাবগুলো। টিভি স্বত্ব থেকে প্রতি ক্লাবই ম্যাচ প্রতি মোটা অঙ্কের আয় করে থাকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন