August 25, 2020 | 9:33 am
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শাহিদা আক্তার (৫৬) নামে এক নার্সিং সুপারভাইজারের মৃত্যু হয়েছে। হাসপাতালে এই প্রথম একজন নার্স মারা গেলেন মহামারিতে।
সোমবার (২৪ আগস্ট) বেলা আড়াইটার দিকে ঢামেক হাসপাতালের কোভিড ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহিদা আক্তারের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। তার স্বামী ব্যাংক কর্মকর্তা আবু সাইদ। বর্তমানে তিনি আজিমপুর সরকারি কোয়ার্টারে থাকতেন।
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের ঢামেক হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান জুয়েল জানান, শাহিদা ঢামেক বার্ন ইউনিটের করোনা ইউনিটের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। করোনার প্রথম থেকেই তিনি চিকিৎসা সেবা দিচ্ছিলেন। দায়িত্বরত অবস্থায় করোনার উপসর্গ দেখা দেয় তার। এরপর পরীক্ষায় তার করোনা পজেটিভ শনাক্ত হয়। করোনা পজেটিভ হওয়ায় ১৭ আগস্ট ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন আজ বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা রোগীদের চিকিৎসা শুরুর পর থেকে দায়িত্বরত অবস্থায় প্রায় সাড়ে ৫০০ নার্স করোনা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে এখনও দেড়শ জনের মতো চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে অনেকে হোম কোয়ারেইনটাইনে রয়েছেন, বাকিরা কাজে যোগ দিয়েছেন।
সারাবাংলা/এসএসআর/এমও