বিজ্ঞাপন

পদ্মাসেতু নির্মাণ শেষ হবে ২০২২ সালে: অর্থমন্ত্রী

August 26, 2020 | 6:56 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্মাণ কাজ শেষ হতে আরও দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, করোনাভাইরাসের কারণে আগামী বছরের জুনে এ প্রকল্পের কাজ শেষ করা যাচ্ছে না। তবে পদ্মাসেতুর কাজ ২০২২ সালের মধ্যেই শেষ করা যাবে। বুধবার ( ২৬ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘২০২১ সালের জুন মাসে পদ্মা সেতু প্রকল্পের নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস মহামারি আর অতিবন্যা সেতু নির্মাণ কাজে বাধা সৃষ্টি করছে। তাই সেতু প্রকল্পের কাজ শেষ হতে ২০২২ সাল লাগবে।’

সেতু নির্মাণকাজ শেষ হতে সময় বেশি প্রয়োজন হওয়াতে মূলসেতু ও নদীশাসন কাজ তদারকির জন্য পরামর্শক সংস্থার মেয়াদ আরও ৩৪ মাস বৃদ্ধি করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। আর এ জন্য সরকারের ৩৪৮ কোটি ১ লাখ ৩২ হাজার টাকা ব্যয় হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন