বিজ্ঞাপন

‘সার্ভারে ত্রুটি, প্রবেশ করা যাচ্ছে না সরকারি ওয়েবসাইটে’

August 27, 2020 | 7:38 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) নিয়ন্ত্রিত ডোমেইন সার্ভারে ত্রুটির কারণে দেশের সব মন্ত্রণালয় ও সরকারি ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর থেকে এ সমস্যা সৃষ্টি হয়েছে। ত্রুটি সারাতে বিটিসিএলর সার্ভার রিস্টার্ট দেওয়া হয়েছে। দ্রুতই এ সমস্যা কাটবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

জানতে চাইলে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন সারাবাংলাকে বলেন, ‘সরকারের সব ওয়েবসাইট নয়, শুধুমাত্র গভডট ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। সার্ভার আমরা রিস্টার্ট করেছি। রিস্টার্টের পর সবকিছু ঠিক হতে আড়াই ঘণ্টা সময় লাগে। আমরা পাঁচ টায় শুরু করেছি। আশা করি সাড়ে সাতটায় ঠিক হয়ে যাবে।’

এদিকে সন্ধ্যা সাতটির দিকে একাধিক মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি। মূলত জিওভি বা গভ লেখা ওয়েবসাইটগুলোতে প্রবেশ করা যাচ্ছিল না।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন